দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
ছবি : সংগৃহীত

দেশে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে,  ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’। মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের জানান দেয় নতুন এই রাজনৈতিক দলটি।

নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে এই রাজনৈতিক দলের যাত্রা শুরু বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মেজর জেনারেল মো. এহতেশাম উল হক দলের অবস্থান সম্পর্কে জানান।

তিনি দলটির কার্যাবলী ও লক্ষ্য তুলে ধরেন।

আরো পড়ুন
দুর্বল ব্যাংকের গ্রাহকদের উদ্দেশে যা বললেন গভর্নর

দুর্বল ব্যাংকের গ্রাহকদের উদ্দেশে যা বললেন গভর্নর

 

সার্বভৌমত্ব আন্দোলন, দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে দলটি, এমনটাই দাবি করেছেন মেজর জেনারেল মো. এহতেশাম উল হক। তিনি বলেন, দলের নীতিগুলো দেশপ্রেমের চেতনায় পরিপূর্ণ হবে। ঐক্য, ত্যাগ ও জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে আমাদের দল।

আমরা প্রতিজ্ঞা করছি ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না।

দলের বর্তমান কমিটি নিয়ে দ্রুত সরকারের সঙ্গে তারা বৈঠকে বসতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন আহ্বায়ক। 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত হবে, দেশ তত সংকটে পড়বে : তারেক রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত হবে, দেশ তত সংকটে পড়বে : তারেক রহমান
তারেক রহমান। ফাইল ছবি

সংস্কার প্রস্তাবের আলাপ-আলোচনা যত দীর্ঘায়িত হবে, দেশ তত সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘যদি নির্বাচন প্রক্রিয়ায় দেরি হয়, যদি সংস্কার সংস্কার করে আমরা সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি তাহলে যে স্বৈরাচারকে দেশের সব মানুষ, দল-মত-নির্বিশেষে শ্রেণি-পেশা-নির্বিশেষে একত্রিত হয়ে বিতাড়িত করেছে, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার।’

আরো পড়ুন
জানুয়ারিতে বিএনপি-জামায়াতকে নিয়ে ১৯ অপতথ্য প্রচার

জানুয়ারিতে বিএনপি-জামায়াতকে নিয়ে ১৯ অপতথ্য প্রচার

 

তিনি বলেন, ‘কাজেই সমাজের বিজ্ঞ ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তি যারা সংস্কারের কথা বলছেন আপনাদের সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার সংস্কার বক্তব্য রেখে এই আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না।

কারণ আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, ষড়যন্ত্রকারীরা তত ষড়যন্ত্র করার সুযোগ পাবে।’

তারেক রহমান বলেন, ‘সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবার আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে, সংস্কারকাজ তারাই শুরু করতে পারবে, তাদেরকে শুরু করতেই হবে।

তিনি বলেন, ‘যত কথা বলি না কেন, আমরা যদি সংস্কার বাস্তবায়ন যত দেরি করব, সংস্কারের কাজও যদি শুরু করতে হয়, সেটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মানুষের মাধ্যমেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের কাছে ওয়াদা করবে যে, তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এসব সংস্কার।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সংস্কার বাস্তবায়ন করতে উপায় একটাই।

যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন, এসব প্রস্তাব বাস্তবায়ন করতে হলে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই। একটিই পথ জনগণের নির্বাচন।’

তিনি বলেন, ‘আমি মনে করি নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা যায়। এটা সবাইকে অনুধাবন করতে হবে। কেউ কেউ বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলি, সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হবে না।

কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে যে দল যে ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে তখন সমস্যার যে জট, সমস্যার যে গিঁট সেগুলো আস্তে আস্তে খোলা যাবে।’

নেতাকর্মীদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আসুন, আজকের এই কর্মশালার মাধ্যমে আমার দলের নেতাকর্মী এখানে যারা উপস্থিত আছেন, সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞা করি যে বাংলাদেশের মানুষ আমাদের রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে, আমরা প্রত্যেকে যে যার অবস্থান থেকে যে সংস্কারের ওয়াদা আমরা জনগণের সামনে দিয়েছি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সেই ওয়াদা সর্বোচ্চ পূরণে চেষ্টা করব।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে শ্যামপুরের কদমতলীর বালুর মাঠে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা দক্ষিণের ২৪ থানার বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

জানুয়ারিতে বিএনপি-জামায়াতকে নিয়ে ১৯ অপতথ্য প্রচার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জানুয়ারিতে বিএনপি-জামায়াতকে নিয়ে ১৯ অপতথ্য প্রচার
সংগৃহীত ছবি

গেল মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে মোট ১৯ টি ভুল তথ্য প্রচার করা হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। রবিবার সন্ধ্যায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, গেল মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (১৬ টি)। এর মধ্যে দলটির প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য শনাক্ত হয়েছে প্রায় ৯৪ শতাংশ।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই সময়ের মধ্যে দুইটি ভুল তথ্যের (সবগুলোই বিপক্ষে) শিকার হয়েছেন। 

আর এই সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে প্রচার হওয়া ১০টি ভুল (সবগুলোই বিপক্ষে) তথ্য শনাক্ত করা হয়েছে। 

আরো পড়ুন
জানুয়ারিতে ২৭১ ভুল তথ্য শনাক্ত, সবচেয়ে বেশি ফেসবুকে

জানুয়ারিতে ২৭১ ভুল তথ্য শনাক্ত, সবচেয়ে বেশি ফেসবুকে

 

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) জড়িয়ে গত মাসে তিনটি (সবগুলোই বিপক্ষে) ভুল তথ্যের প্রচার দেখেছে রিউমর স্ক্যানার। এই সময়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া দুইটি (সবগুলোই বিপক্ষে), ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে চারটি (২৫ শতাংশ বিপক্ষে) এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তিনটি (৬৭ শতাংশ বিপক্ষে) ভুল তথ্যের প্রচার করা হয়েছে।

 

অন্যদিকে, গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগকে জড়িয়ে গত মাসে ছয়টি অপতথ্য (সবগুলোই দলটির পক্ষে ইতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে) শনাক্ত করা হয়েছে। 

দলটির সভাপতি শেখ হাসিনাকে জড়িয়ে এই সময়ে ২০টি অপতথ্য প্রচারের প্রমাণ মিলেছে। রিউমর স্ক্যানার দেখেছে, ৮৫ শতাংশ ক্ষেত্রেই এসব অপতথ্য তার পক্ষে যাওয়ার সুযোগ রেখেছে। অন্যদিকে, মাত্র ১৫ শতাংশ ক্ষেত্রে ভুল তথ্যগুলো তার বিপক্ষে যাওয়ার সুযোগ রেখেছে।

আওয়ামী লীগের দুই অঙ্গ ও ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগকে জড়িয়ে এই সময়ে যথাক্রমে তিনটি (৬৭ শতাংশ বিপক্ষে) ও চারটি (সবগুলোই পক্ষে) করে অপতথ্য প্রচার করা হয়েছে। 

মন্তব্য

মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় : চরমোনাই পীর

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি
শেয়ার
মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় : চরমোনাই পীর
ছবি : কালের কণ্ঠ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘৫৩ বছর পর চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের কারণে বাংলাদেশের মানুষ এখন ইসলামকে ক্ষমতায় দেখতে চায়।’

আজ রবিবার বিকেলে ভোলার বাংলা স্কুল মাঠে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘মানুষ আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে ও জাতীয় পার্টি দেখেছে, কিন্তু ইসলামের কথা শুনলেও বাস্তবে দেখেনি। এখন সবার আশা-আকাঙ্ক্ষা ইসলামের সুফলটা কী দেখতে চায়।

তিনি বলেন, ‘যারা মুসলমান দাবি করবে তারা যদি ইসলামের নীতি-আদর্শে জড়িয়ে না থাকে, পছন্দ না করে মুসলমান দাবি করার কোনো অধিকারই তার নেই। অন্য ধর্মের যারা আছে তারা ইসলামের নীতি-আদর্শ মানবে দুনিয়াতে শান্তির জন্য। বারবার আমাদের বোকা পেয়ে ধোকা দিয়ে তারা ক্ষমতার মসনদে বসেছে।’

তিনি আরো বলেন, ‘এখনকার পরিবেশে আমরা চাচ্ছি ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া যায় কি না।

এ জন্য আমরা চেষ্টা করছি। গত ৫ আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেনি, দেশের প্রশাসনিক অবস্থা ভেঙে পড়েছিল তখন আমরা দেশকে সুরক্ষার জন্য হিন্দুসহ অন্যান্য সংখ্যালগুদের নিজেদের দায়িত্বে পাহারা দিয়েছি।’

রেজাউল করিম বলেন, ‘১৯৮৭ সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিতর্কিত ও কোনো অন্যায় কাজ প্রকাশিত হয়নি। কারণ আমরা রাজনীতি করি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য।

দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে একবার ক্ষমতায় এনে এর সুফলের অপেক্ষায় থাকার আহ্বান জানাই।’

ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সম্মেলনে আরো বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলার সভাপতি মাহমুদুল হাসান, সাবেক সাধারণ মানজুর নোমানসহ  ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা।

সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। কমিটিতে মাওলানা আতাউর রহমানকে সভাপতি, মাওলানা ওবায়েদ বিন মোস্তফাকে সহসভাপতি ও মাওলানা তরিকুল ইসলামকে সেক্রেটারি করা হয়।

মন্তব্য

সংস্কারের জন্য সরকারকে চাপ দিতে হবে : স্বপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সংস্কারের জন্য সরকারকে চাপ দিতে হবে : স্বপন
সংগৃহীত ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, শাসন ক্ষমতার রূপান্তর ছাড়া দেশ বড় ধরনের সংকটের মধ্যে পড়বে।

আজ রবিবার বিকেল ৪টায় ফেনীর সোনাগাজী উপজেলা জেএসডি আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

স্বপন বলেন, ‘জনগণের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনরুদ্ধার করে নতুন করে গতি সৃষ্টির লক্ষ্যে সব শ্রম, কর্ম ও পেশাজীবী মানুষ নিয়ে অংশীদারির গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই।

তিনি বলেন, ‘এত রক্তপাতের পর গুণগত পরিবর্তনের জন্য যে সরকার এখন ক্ষমতায়, তাদের আমরা সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু সেটি না হলে ঐক্যবদ্ধভাবে সংস্কারের জন্য সরকারকে চাপ দিতে হবে। ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য কোনোভাবেই কাম্য নয়।’

সোনাগাজী জিরো পয়েন্ট আপ্যায়ন হোটেলের দ্বিতীয় তলায় উপজেলা জেএসডির আহ্বায়ক হাজী সুলতান আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন ফেনী জেলা জেএসডির সভাপতি বাবু হীরা লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সামছুদ্দিন মজুমদার সাচ্চু, কমরেড এম এ তাহের, মাহফুজুল হক, মোহাম্মদ মোস্তফা, এম এইচ জাহাঙ্গীর, তাজ উদ্দিন আজাদ, ছাত্রলীগের (জেএসডি) সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ