গুরুত্বপূর্ণ ৩ সিদ্ধান্ত জানাল জাতীয় নাগরিক কমিটি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গুরুত্বপূর্ণ ৩ সিদ্ধান্ত জানাল জাতীয় নাগরিক কমিটি
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক কমিটির (জানাক) সাধারণ সভা থেকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়েছে। আজ বুধবার বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় কেন্দ্রীয় সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো-

এক. সভায় সংগঠনের আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক ছাড়া কমিটির অবশিষ্ট অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেলসমূহ ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এ ছাড়া রাজনৈতিক দলে যোগদানকারী সব কেন্দ্রীয় সদস্যের সদস্য পদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দল ঘোষণার পর যারা রাজনৈতিক দলে যোগ দেবেন, তারা স্বয়ংক্রিয়ভাবে জানাকের সদস্য পদ হারাবেন। তবে যারা দলে যোগ দেবেন না, তাদের সদস্য পদ বহাল থাকবে।

আরো পড়ুন
সিরাজগঞ্জের যমুনায় চলছে অবাধে জাটকা নিধন

সিরাজগঞ্জের যমুনায় চলছে অবাধে জাটকা নিধন

 

দুই. এ ছাড়া আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১৫ দিন অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন।

তাদের উদ্যোগে জানাকের তিন সদস্যের একটি আনুষ্ঠানিক ফোরাম গঠন করা হবে, যা ভবিষ্যতে জানাকের অর্গানোগ্রাম নির্ধারণ করবে। 

তিন. আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল গঠনের পর জানাক একটি সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফরম হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আর কোনো নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেবে না।

জানাকের মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জানাক তার কার্যক্রম পরিচালনা করবে। ভবিষ্যতে জানাক একটি শক্তিশালী সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফরম হিসেবে সক্রিয় থাকবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ
ডা. তাসনিম জারা।

জাতীয় নাগরিক পার্টির-এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নিতে আইনি নোশিশ পাঠিয়েছেন এক আইনজীবী। একই সঙ্গে ব্যবস্থা নিতে বলা হয়েছে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধেও।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান।

আইনি নোটিশে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ডাক্তার জাহাঙ্গির কবির, ডাক্তার তাসনিম জারাসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন। ওইসব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে।

এতে অভিযোগ করা হয়, বাংলাদেশের নামিদামি সেলিব্রেটি এবং শোবিজ মডেল ও তারকা তাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টে টাকার বিনিময়ে বিভিন্ন অশ্লীল ভিডিও ও বিজ্ঞাপন প্রমোট করছেন। অনেক ডাক্তার নিজেদের ভিউ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ঔষধ এবং সামগ্রীর বিক্রয়ের জন্য অশ্লীল ভিডিও এবং বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে।

অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে যথাযথ আইনি পদক্ষেপ নেবে বলে নোটিশে জানানো হয়েছে।

মন্তব্য

কুয়েটের ঘটনায় ভিসির স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ পেয়েছে : শিবির সভাপতি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
কুয়েটের ঘটনায় ভিসির স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ পেয়েছে : শিবির সভাপতি
ছবি : কালের কণ্ঠ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি যেভাবে স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ করেছেন—তদন্ত থেকে শুরু করে শিক্ষার্থীদের ওপর হামলা পর্যন্ত—সব কিছুতেই তার স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ পেয়েছে। তিনি পদত্যাগ করেননি, বরং সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে তাকে পদচ্যুত করা হয়েছে। এটি একটি বড় বার্তা—আগামী দিনে যারা স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করবেন, তাদের জন্য বাংলাদেশে কোনো স্থান নেই।

আরো পড়ুন
মুক্তি পেলেন সাংবাদিক টিপু, ফুলের মালায় বরণ

মুক্তি পেলেন সাংবাদিক টিপু, ফুলের মালায় বরণ

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলি ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাথি সমাবেশে তিনি এসব কথা বলেন।

কুয়েটের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকাকে অযৌক্তিক মন্তব্য করে শিবির সভাপতি বলেন, ‘যারা স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করেন, তারা এখান থেকে শিক্ষা নেবেন।’

ডাকসু নির্বাচন প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, ‘ডাকসু নির্বাচনের কথা আমরা আগেও বলেছি। আশা করছি, বেশ কিছু উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা চাই, ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক।

এতে করে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে সোচ্চার হবে এবং লেজুড়ভিত্তিক রাজনীতির ধারা অনেকটাই কমে যাবে।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ নিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনাকে সম্মান করি—৫২, ৬৯ কিংবা ৭১—সব কিছুকেই আমরা লালন করি। কিন্তু কোনো একটি গোষ্ঠী যদি একটি গৌরবময় ইতিহাসকে নিজেদের কার্ড হিসেবে ব্যবহার করে অন্যদের দমন করে, আমরা তার বিপক্ষে। গত ১৫ বছর ধরে যারা একাত্তরের কার্ডকে নিজেদের চেতনা বানিয়ে রেখেছে, তারা এই সময়ে কী করেছে? তারা দেশে গণহত্যা চালিয়েছে, অর্থপাচার করেছে—যে অর্থ দিয়ে বাংলাদেশ চারবার বাজেট করতে পারত।

ছাত্রশিবিরের সভাপতি বলেন, ‘এই অর্থ জনগণের—এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। আমরা ৫ আগস্টের পর থেকে একটি বার্তা দিয়ে আসছি—এই আন্দোলন ছাত্রদের মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে এটা সর্বসাধারণের আন্দোলনে পরিণত হয়েছে। এটা কোনো একক ব্যক্তির নয়, এটা সবার অর্জন।’

আরো পড়ুন
অস্ট্রেলিয়া কৌশলগত রিজার্ভে গুরুত্বপূর্ণ খনিজ মজুদ করবে

অস্ট্রেলিয়া কৌশলগত রিজার্ভে গুরুত্বপূর্ণ খনিজ মজুদ করবে

 

শহীদ পরিবারের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শহীদদের স্মরণ করতে এবং তাদের পরিবারকে সান্ত্বনা দিতে রমজান ও ঈদের সময়ও তাদের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি। আমরা চাই শহীদদের পরিবার যেন একা না থাকে—আমরা তাদের পাশে থাকব।

সামনের দিনের রাজনীতি সম্পর্কে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের যে গতি শুরু হয়েছে, সেখানে আর আধিপত্যের রাজনীতি থাকবে না। থাকবে মত ও আদর্শের স্বাধীনতা। কেউ কারো ওপর মত চাপিয়ে দেবে না। ছাত্রশিবির আগামী দিনের আদর্শ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমরা চাই, তারা দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠুক।’

উল্লেখ্য, উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ের টাটকা চায়নিজ রেস্টুরেন্টে। ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখা আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম। এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আমজাদ হোসেনসহ অন্য শিক্ষার্থীরা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সরকারের কাছে গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন নেই : রিজভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সরকারের কাছে গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন নেই : রিজভী
ছবি : বিএনপি মিডিয়া সেলের সৌজন্য

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত করার কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ১৫ বছরের অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি-ধমকি দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই-আগস্টের শাজাহান খান গং আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেংচি কাটছে, পুলিশকে থোরাই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নীরবতায় তারা এমন আচরণ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

মন্তব্য

সংস্কারের বেশ কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি বিএনপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সংস্কারের বেশ কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি বিএনপি
সংগৃহীত ছবি

সংস্কারের যেসব সুপারিশে বিএনপির আংশিক একমত বা ভিন্নমত ছিল, সেগুলোর বিষয়ে ঐকমত্যে আসার লক্ষ্যে দলটির সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তিন দিন আলোচনা হলেও সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মৌলিক পরিবর্তনের বেশ কিছু সুপারিশের বিষয়ে বিএনপির সঙ্গে কমিশনের ঐকমত্য হয়নি।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ