আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন মানুষ মা, স্ত্রী ও কন্যা : তারেক রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন মানুষ মা, স্ত্রী ও কন্যা : তারেক রহমান
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক নারী দিবস আজ ৮ মার্চ। বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। এই বিশেষ দিনে নিজের জীবনের গুরুত্বপূর্ণ তিন নারীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই স্ট্যাটাস দেন।

তারেক রহমান লিখেছেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা— তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত যে, আপনারা যারা এটি পড়ছেন তাদের অনেকেই একই অনুভূতি লালন করেন।

আরো পড়ুন
ভ্রমণ ক্লান্তি ভুলে নিউজিল্যান্ডের চোখ ফাইনালে

ভ্রমণ ক্লান্তি ভুলে নিউজিল্যান্ডের চোখ ফাইনালে

 

তিনি আরো লিখেছেন, বাংলাদেশের তরুণী এবং নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত এবং সমর্থন পাওয়ার অধিকার রাখে।

প্রতিটি নারীরই যেকোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ উপভোগ করা উচিত।

1

বিএনপি সবাইকে নিয়ে নারীবান্ধব একটি সুন্দর সমাজ গড়তে চায় উল্লেখ করে দলের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, আন্তর্জাতিক নারী দিবসে আমি আবারো নিশ্চিত করছি যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপি সরকারের মতো আমরা একটি ন্যায়সঙ্গত, সহনশীল এবং সম্মানজনক সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করব। যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না।

আরো পড়ুন
একসঙ্গে পর্দায় আসছে আমির খানের পাঁচ সিনেমা

একসঙ্গে পর্দায় আসছে আমির খানের পাঁচ সিনেমা

 

 

তিনি লিখেছেন, আমাদের মেয়েদেরও আমাদের ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত।

তাদের ঘর ছেড়ে বাইরে আসতে হবে, তারা যেন কোনো হয়রানি ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং কোনো ভয়-ভীতি ছাড়াই নিজেদের মত প্রকাশ করতে পারে।

সবশেষে তারেক রহমান লিখেছেন, একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজে নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার মধ্যেই বিএনপির নীতি প্রণয়ন গভীরভাবে প্রোথিত। আমাদের ‘পরিবার কার্ড’ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, তরুণীদের শিক্ষিত করার জন্য শিক্ষা এবং বৃত্তিমূলক প্রকল্পের মতো উদ্যোগ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না : মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না : মির্জা আব্বাস
সংগৃহীত ছবি

দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের বিকল্প নেই।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন মির্জা আব্বাস।

বিএনপির এ নেতা বলেন, ‘আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই।

যে সংস্কার মানুষের প্রয়োজন, তার বাইরে অপ্রয়োজনীয় সংস্কার দরকার নেই। নির্বাচনের বিকল্প নির্বাচন। দেশের মানুষের জন্য যে সংস্কারটুকু প্রয়োজন তা শেষ করেই নির্বাচন দিতে হবে।’

রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করেন মির্জা আব্বাস বলেন, ‘ঐক্য নষ্ট হলে আবারও বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের কবলে পড়বে।

তাই ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রোধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

প্রশাসনে আওয়ামী লীগের যেসব দোসররা আছেন, তারা ড. ইউনূসকে সঠিক পথে পরিচালিত হতে দিচ্ছে না মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘এসব লোকদের থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানাই।’

মন্তব্য

জাকির খান সন্ত্রাসী হলে তার দায় বিএনপি নিবেনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জাকির খান সন্ত্রাসী হলে তার দায় বিএনপি নিবেনা
ছবি: কালের কণ্ঠ

হত্যাসহ ৩২ মামলা থেকে খালাস পেয়ে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। ১৩ এপ্রিল রবিবার সকাল সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। তাকে অভ্যর্থনা জানাতে সকাল ৭টা থেকে কারা ফটকের সামনে ফুলের মালা ও গাড়িবহর নিয়ে অপেক্ষায় ছিলেন অনুসারী কর্মী-সমর্থকরা।

এবার জাকির খান ব্যক্তিগত ভাবে সন্ত্রাসী হলে তার দায় বিএনপি নিবেনা বলে জানিয়েছেন তেজগাও কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিল মাহমুদ।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...  


 

মন্তব্য

কুয়েট আন্দোলনে সংহতি এনসিপির, ভিসির পদত্যাগ দাবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কুয়েট আন্দোলনে সংহতি এনসিপির, ভিসির পদত্যাগ দাবি
সংগৃহীত ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কুয়েটের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে এনসিপি।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে কুয়েটের শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন করে হল খুলে দেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া সার্বিক বিষয়ে ইউজিসির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। এতে বলা হয়, কুয়েটের উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাচ্ছে এনসিপি। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতরা দেশি অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়।

হামলায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন।

এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি জানিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশ না করলেও একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে সাতজন দলীয় কর্মী থাকার কথা বলেছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিসরে এ ধরনের আচরণ বিগত ফ্যাসিবাদী আমলে লক্ষ করা গেছে।

এ বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে, শিক্ষা কার্যক্রম চালু করা এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল থেকে কুয়েটের শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

উপাচার্যকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিকভাবে প্রতিবাদের অধিকার সবার রয়েছে, তবে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ন করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এনসিপির নেতারা আরো বলেন, দুই মাস আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কুয়েট শিক্ষার্থীরা স্মারকলিপি দিলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। বুধবার ইউজিসির একটি প্রতিনিধিদল সরেজমিনে পরিদর্শনে কুয়েটে যাবে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক-উস সালেহীন ও ফয়সাল আহমেদ। শিক্ষার্থীদের বহিষ্কারের আদেশ উপাচার্য একা নিয়েছেন কি না, তাঁর পদত্যাগেই এর সমাধান কি না, জানতে চাইলে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানতে পেরেছি। আর কুয়েটের শিক্ষার্থীরা যেহেতু মনে করছেন, এ সংকট নিরসনের সমাধান ভিসির পদত্যাগ, তাদের এ দাবির সঙ্গে আমরা সংহতি জানাচ্ছি। পরিস্থিতি যে পর্যায়ে গেছে, শিক্ষা কার্যক্রম সচল করার জন্য এ ছাড়া কোনো দাবি-দাওয়া দেখছি না। ইউজিসির অধীন একটি নিরপেক্ষ তদন্ত করারও দাবি জানাচ্ছি।’

আরেকটি প্রশ্নের জবাবে বলা হয়, কুয়েটের শিক্ষার্থীদের পাশে থেকে সারা দেশের শিক্ষার্থীরা যেসব কর্মসূচি দিচ্ছেন, দাবি জানাচ্ছেন-এনসিপি এসব যৌক্তিক দাবি ও মতামতকে সমর্থন জানায়। এ ইস্যুতে এনসিপির পরবর্তী কর্মসূচি জানানো হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য
ভিডিও

পারভেজ হত্যার বিচার চায় তেজগাঁও কলেজ ছাত্রদল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পারভেজ হত্যার বিচার চায় তেজগাঁও কলেজ ছাত্রদল
ফাইল ছবি

পারভেজ হত্যার বিচার চায় তেজগাঁও কলেজ ছাত্রদল। 

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ