গত ১৬ বছরের ছাত্ররাজনীতি সমাজকে কলুষিত করেছে: এ্যানি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গত ১৬ বছরের ছাত্ররাজনীতি সমাজকে কলুষিত করেছে: এ্যানি
সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৬ বছর দেশের বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান তথা ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্ররাজনীতি হয়েছে সেটা কোনোভাবেই ছাত্ররাজনীতি হতে পারে না। এই ছাত্ররাজনীতি আমাদের সমাজকে কলুষিত করেছে, ছাত্ররাজনীতি  ধ্বংস করে দিয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত কোরআন তিলওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এ্যানি বলেন, বিগত বছরগুলোতে ক্যাম্পাস ভিত্তিক দুঃশাসন প্রতিষ্ঠার কারণে ছাত্রদল নতুন প্রজন্মের কাছে তাদের তুলে ধরার সুযোগ পায়নি।

৫ আগস্টের পর জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে। ছাত্র রাজনীতিতেও গুণগত পরিবর্তন এসেছে। আমার বিশ্বাস ছাত্রদল সে সুযোগটি গ্রহণ করেছে। ভবিষ্যতেও তারা ছাত্রদের অধিকার আদায়ে ধারাবাহিকভাবে কাজ করে সেই ভাবমূর্তি ধরে রাখবে।
  

দলের যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষার্থীদের ছাত্ররাজনীতির পুরোনো সেই ভাবমূর্তি ফিরিয়ে আনতে ছাত্রদলকে নানা পরামর্শ দিচ্ছেন। সেই পরামর্শ থেকেই আজকের এই কুরআন প্রতিযোগিতার আয়োজন। ছাত্রদল শিক্ষার্থী বান্ধব কাজের মধ্য দিয়ে ক্যাম্পাস ভিত্তিক একটি সুষ্ঠু ছাত্ররাজনীতির ধারা ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 

তিনি আরও বলেন, এই প্রজন্মের যারা স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদের সামনে ছাত্র রাজনীতির কোন ভালো চিত্র ছিলোনা।

তারা ছাত্র রাজনীতির কোনো ভালো দিক দেখেনি। তারা ধরেই নিয়েছে ছাত্রলীগের অপরাজনীতিই বাংলাদেশের ছাত্র রাজনীতি। প্রকৃতপক্ষে, বিগত ষোল বছরে ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসভিত্তিক যে অপরাজনীতি হয়েছে তা এদেশের ছাত্র রাজনীতি হতে পারে না।

এ্যানি আরও বলেন, তারেক রহমানের দেওয়া ৩১ দফা কর্মসূচি এনে দিতে পারে একটি সুন্দর, সুশাসন ব্যবস্থা। তার জন্য দেশে একটি জনগণের সরকার প্রয়োজন।

জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আমাদের ঐক্য প্রয়োজন।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খোলাফত মজলিসের আমির মামুনুল হক বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

বৃহস্পতিবার সব মহানগরে জামায়াতের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বৃহস্পতিবার সব মহানগরে জামায়াতের বিক্ষোভ
ফাইল ছবি

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২০ মার্চ) দেশের সব মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার রাতে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সেনাবাহিনীর হাতে আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সেনাবাহিনীর হাতে আটক

 

তিনি বলেন, মানবতার দুশমন ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ ৪ শতাধিক লোককে হত্যা করেছে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর করার পর থেকেই মানবতার দুশমন ইসরাইল গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে।

১৮ মার্চের হামলাটি ছিল অত্যন্ত নিকৃষ্টতম বড় ধরনের হামলা। এই হামলার মাধ্যমে ইসরাইল যুদ্ধনীতি লঙ্ঘন করেছে এবং নির্মম বর্বরতা চালিয়েছে। 

তিনি আরো বলেন, ইসরাইলের এই নির্মম বর্বরতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার দেশের সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এই বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সকল জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

প্রাসঙ্গিক
মন্তব্য

এনসিপির ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এনসিপির ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপ ও বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনার জন্য ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন এ কমিটির  অনুমোদন দেন।

আরো পড়ুন
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

৫ সদস্যবিশিষ্ট সংস্কারবিষয়ক সমন্বয় কমিটির সমন্বয়ক করা হয়েছে সারোয়ার তুষারকে।

কমিটির অন্য সদস্যরা হলেন মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন সিফাত ও আরমান হোসাইন।

বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

মন্তব্য

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উভয়পক্ষ বৈঠকে পরস্পরের খোঁজখবর নেন ও সৌজন্য বিনিময় করেন এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

প্রাসঙ্গিক
মন্তব্য

দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি : মুরাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি : মুরাদ
সংগৃহীত ছবি

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। তাই গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য্য, সাহসিকতা ও শান্তিপূর্ণ অবস্থানে থেকে কাজ করতে হবে। 

বুধবার (১৯ মার্চ) ধামরাইয়ের বাইশাকান্দা ও যাদবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পৃথক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। বাইশাকান্দকার ইফতার হয় সহান রুগুনাথ বাজার মাঠে।

যাদবপুরের ইফতার মাহফিল হয় বিএম স্কুল এন্ড কলেজ মাঠে। 

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, স্বৈরাচার হাসিনা সরকার গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। গত ১৬ বছর দেশে কোনো নির্বাচন হয়নি।

স্বৈরাচারের পতনের পর মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সরকারকে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। 

আরো পড়ুন
ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে : তারেক রহমান

ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে : তারেক রহমান

 

তিনি বলেন, স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশ ও মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তাদের মোকাবেলা করতে হবে।

 

মুরাদ বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশে সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে তাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে হবে। ব্যবসায় বাণিজ্য ও কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে সাবলম্বী করে তাদের অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে।

বাইশাকান্দার মাহফিলে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি লাবিব উদ্দিন। উপস্থিত ছিলেন লোকমান দেওয়ান, খন্দকার আইয়ুব, ইবাদুল হক জাহিদ, আবুল হোসেন, রাকিব হোসেন, মিজানুর রহমান, আমির হামজা, ইমরান হোসেন প্রমুখ। যাদবপুর ইউনিয়ন ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আলতাফ হোসেন।

উপস্থিত ছিলেন আলী আকবর, ইশতিয়াক আহম্মেদ ফারুক, শহিদুল ইসলাম সুজন, ফরহাদ হোসেন রিমন, জসিম মোল্লা, কামরুজ্জামান লিটন, সিদ্দিক হোসেন মিন্টু প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ