কনফিডেন্স থাকলে স্থানীয় ও গণপরিষদ নির্বাচনে ভয় কেন, প্রশ্ন শিশিরের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কনফিডেন্স থাকলে স্থানীয় ও গণপরিষদ নির্বাচনে ভয় কেন, প্রশ্ন শিশিরের
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, ‘বিএনপি যদি এতটাই জনপ্রিয় হয়, তবে ছাত্রসংসদ, স্থানীয় সরকার ও গণপরিষদ নির্বাচনের নাম শুনলেই ভয়ে কাঁপছে কেন?’

রবিবার (১৩ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ওই পোস্টে জয়নাল আবেদীন শিশির লেখেন, প্রতিদিনই বিএনপির নেতাকর্মীরা নিজেদের দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি বলে দাবি করে থাকেন। সকাল-বিকেল শুধু একটাই বুলি—জাতীয় সংসদ নির্বাচন চাই, তাহলেই ৩০০ আসনের ৩০০টিতেই তারা জয়ী হবেন।

তিনি লিখেছেন, ভালো কথা, এতই যদি জনপ্রিয়তা থাকে, তাহলে ছাত্রসংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন বা নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব এলেই বুক কাঁপে কেন? আতঙ্কিত হয়ে পড়েন কেন? জনপ্রিয়তা তো সব স্তরের নির্বাচনে প্রকাশিত হওয়ার কথা।

তিনি বলেন, যেসব সম্মানিত ভোটার জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তারা কি ছাত্রসংসদ, ইউনিয়ন পরিষদ, উপজেলা-জেলা কিংবা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিকে ভোট দেবেন না? যদি জনপ্রিয়তার প্রতি এত কনফিডেন্স থাকে, তাহলে বিএনপির এই পিছুটান কেন? নাকি বিএনপি নিজেই জানে, এসব নির্বাচনে তারা মুখ থুবড়ে পড়বে?

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের প্রায় ২০০০ ছাত্র-জনতার রক্তে রচিত এই পরিবর্তন। সেই ছাত্ররাই সর্বাগ্রে দাবি জানিয়েছেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের। অথচ শহীদের রক্ত শুকানোর আগেই বিএনপি সেই দাবির পথে বাধা হয়ে দাঁড়াল—বলে বসল, আগে সংসদ নির্বাচন দরকার।

শিশির বলেন, ‘আমাদের প্রশ্ন—যে ছাত্রসমাজ জীবন দিয়ে দেশের জন্য লড়েছে, ভারতীয় এজেন্ট হাসিনা থেকে দেশটা স্বাধীন করে দিল।

তারা ৩০-৩৫ বছর ধরে ছাত্রসংসদে ভোট দিতে পারেনি। এখন কেন ছাত্রসংসদের ভোটাধিকার বারবার উপেক্ষিত থাকবে?’

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসেই ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করে দেয়। ২০০১ সালে আবার ক্ষমতায় গিয়েও তা চালু করেনি। কেন করেনি? কোন গণতান্ত্রিক মূলনীতির বলে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের সেই প্ল্যাটফরম ধ্বংস করে দেওয়া যায়? বারবার ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রসমাজের ভোটাধিকার হরণ করে যাচ্ছে না বিএনপি?’

তিনি আরো বলেন, ‘বিএনপি স্থানীয় সরকার নির্বাচন এড়িয়ে যেতে চায়।

কেন? কারণ হয়তো এই নির্বাচনে জনগণের সরাসরি অংশগ্রহণে বিএনপির গায়েবি জনপ্রিয়তার মুখোশ খুলে যাবে। নেতাকর্মীদের দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজির সব কিছু জনসমক্ষে উন্মোচিত হবে।

‘আরেকটি কারণ হতে পারে—এনসিপি ও অন্যান্য উদীয়মান রাজনৈতিক শক্তিগুলো জনগণের আরো কাছাকাছি পৌঁছে গেলে বিএনপির দখলদারির রাজনীতির জায়গা সংকুচিত হয়ে পড়বে। তাই ভয়, তাই পিছু হটা?’

শিশির বলেন, ‘বিএনপির প্রতি আমাদের আবেদন, দয়া করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা হবেন না। আপনারা যদি সত্যিই জনগণের পক্ষের শক্তি হতে চান, তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসাথে করার উদ্যোগে সবার আগে এগিয়ে আসুন।

তিনি বলেন, ‘আর দেশের রাজনৈতিক সংস্কারে মৌলিক পরিবর্তন আনতে গণহত্যাকারী ও শিশু হত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার মতো সাহসী পদক্ষেপ জনগণের পক্ষ থাকুন। ৫৪ বছর পর রাষ্ট্র সংস্কারের এমন বিরল সুযোগ এসেছে। তরুণ প্রজন্ম, ছাত্রসমাজ এবং সাধারণ মানুষ আর প্রতারণার শিকার হতে চায় না—তারা চায় বাস্তব ও টেকসই পরিবর্তন। এখন বিএনপি কি এখন ইতিহাসের ঠিক পথে হাঁটবে? নাকি আবারও ভুল পথে গিয়ে গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করবে?’

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

কুয়েটের ঘটনায় ভিসির স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ পেয়েছে : শিবির সভাপতি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
কুয়েটের ঘটনায় ভিসির স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ পেয়েছে : শিবির সভাপতি
ছবি: কালের কণ্ঠ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভিসি যেভাবে স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ করেছেন—তদন্ত থেকে শুরু করে শিক্ষার্থীদের ওপর হামলা পর্যন্ত—সবকিছুতেই তার স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ পেয়েছে। তিনি পদত্যাগ করেননি, বরং সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে তাকে পদচ্যুত করা হয়েছে। এটি একটি বড় বার্তা—আগামী দিনে যারা স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করবেন, তাদের জন্য বাংলাদেশে কোনো স্থান নেই।

আরো পড়ুন
মুক্তি পেলেন সাংবাদিক টিপু, ফুলের মালায় বরণ

মুক্তি পেলেন সাংবাদিক টিপু, ফুলের মালায় বরণ

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলি ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাথী সমাবেশে তিনি এসব কথা বলেন।

কুয়েটের মত একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকাকে অযৌক্তিক মন্তব্য করে শিবির সভাপতি বলেন, ‘যারা স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করেন, তারা এখান থেকে শিক্ষা নেবেন।’

ডাকসু নির্বাচন প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, ‘ডাকসু নির্বাচনের কথা আমরা আগেও বলেছি। আশা করছি বেশ কিছু উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা চাই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক।

এতে করে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে সোচ্চার হবে এবং লেজুরভিত্তিক রাজনীতির ধারা অনেকটাই কমে যাবে।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ নিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনাকে সম্মান করি—৫২, ৬৯ কিংবা ৭১—সবকিছুকেই আমরা লালন করি। কিন্তু কোনো একটি গোষ্ঠী যদি একটি গৌরবময় ইতিহাসকে নিজেদের কার্ড হিসেবে ব্যবহার করে অন্যদের দমন করে, আমরা তার বিপক্ষে। গত ১৫ বছর ধরে যারা একাত্তরের কার্ডকে নিজেদের চেতনা বানিয়ে রেখেছে, তারা এই সময়ে কী করেছে? তারা দেশে গণহত্যা চালিয়েছে, অর্থ পাচার করেছে—যে অর্থ দিয়ে বাংলাদেশ চারবার বাজেট করতে পারতো।

ছাত্র শিবিরের সভাপতি বলেন, এই অর্থ জনগণের—এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। আমরা পাঁচ আগস্টের পর থেকে একটি বার্তা দিয়ে আসছি—এই আন্দোলন ছাত্রদের মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে এটা সর্বসাধারণের আন্দোলনে পরিণত হয়েছে। এটা কোনো একক ব্যক্তির নয়, এটা সকলের অর্জন।’

আরো পড়ুন
অস্ট্রেলিয়া কৌশলগত রিজার্ভে গুরুত্বপূর্ণ খনিজ মজুদ করবে

অস্ট্রেলিয়া কৌশলগত রিজার্ভে গুরুত্বপূর্ণ খনিজ মজুদ করবে

 

শহীদ পরিবারের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শহীদদের স্মরণ করতে এবং তাদের পরিবারকে সান্ত্বনা দিতে রমজান ও ঈদের সময়ও তাদের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি। আমরা চাই শহীদদের পরিবার যেন একা না থাকে—আমরা তাদের পাশে থাকব।

সামনের দিনের রাজনীতি সম্পর্কে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের যে গতি শুরু হয়েছে, সেখানে আর আধিপত্যের রাজনীতি থাকবে না। থাকবে মত ও আদর্শের স্বাধীনতা। কেউ কারও উপর মত চাপিয়ে দেবে না। ছাত্রশিবির আগামী দিনের আদর্শ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমরা চাই তারা দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠুক।’

উল্লেখ্য, উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ের টাটকা চাইনিজ রেস্টুরেন্টে। ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখা আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আমজাদ হোসেন, সহ অন্যান্য শিক্ষার্থীরা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সরকারের কাছে গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন নেই : রিজভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সরকারের কাছে গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন নেই : রিজভী
ছবি : বিএনপি মিডিয়া সেলের সৌজন্য

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত করার কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ১৫ বছরের অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি-ধমকি দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই-আগস্টের শাজাহান খান গং আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেংচি কাটছে, পুলিশকে থোরাই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নীরবতায় তারা এমন আচরণ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

মন্তব্য

সংস্কারের বেশ কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি বিএনপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সংস্কারের বেশ কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি বিএনপি
সংগৃহীত ছবি

সংস্কারের যেসব সুপারিশে বিএনপির আংশিক একমত বা ভিন্নমত ছিল, সেগুলোর বিষয়ে ঐকমত্যে আসার লক্ষ্যে দলটির সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তিন দিন আলোচনা হলেও সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মৌলিক পরিবর্তনের বেশ কিছু সুপারিশের বিষয়ে বিএনপির সঙ্গে কমিশনের ঐকমত্য হয়নি।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

গুম-খুনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা পিছপা হননি : এ্যানি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
গুম-খুনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা পিছপা হননি : এ্যানি
ছবি: কালের কণ্ঠ

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সব দল-মতকে একত্রিত করে একটি লক্ষ্যে পৌঁছতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে (সাড়ে ১০টা) ঠাকুরগাঁও ইএসডিও জয়নাল আবেদীন মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
আপত্তিকর ভিডিও পোস্ট : বহিষ্কৃত বিএনপি নেতা বললেন, ‘ফেসবুক চালাতে পারি না’

আপত্তিকর ভিডিও পোস্ট : বহিষ্কৃত বিএনপি নেতা বললেন, ‘ফেসবুক চালাতে পারি না’

 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগে বাধ্য করা একদফা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মীদের অনেক নির্যাতিত হতে হয়েছেন, অনেকেই গুম-খুনের শিকার হয়েছেন। কিন্তু তারপরও নেতাকর্মীরা পিছপা হননি, হাসিনার কাছে মাথা নত করেন নাই।

তিনি আরো বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে যে কথা বলছেন, নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো করছেন বিএনপির ৩১ দফার সঙ্গে তার অনেক মিল রয়েছে। রাষ্ট্রকাঠামো মেরামত, আগামী নির্বাচন কিভাবে হবে, স্বাস্থ্য, শিক্ষাসহ বিশেষ সংস্কারের প্রয়োজনীয়তাও ৩১ দফার মধ্যে তুলে ধরা হয়েছে। ৩১ দফা বাস্তবায়ন হলে এই বাংলার মাটিতে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না।’

আরো পড়ুন
অপহরণের অভিযোগ : ওসি বললেন, ‘নবম শ্রেণির ছেলে-মেয়ে কি প্রেম করতে পারবে না?’

অপহরণের অভিযোগ : ওসি বললেন, ‘নবম শ্রেণির ছেলে-মেয়ে কি প্রেম করতে পারবে না?’

 

কর্মশালায় ঠাকুরগাঁওয়ের সদরসহ ৫টি উপজেলার থানা ও ইউনিয়নের তৃণমূল পর্যায়ের বিএনপির কয়েক শ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন।

দ্বিতীয় পর্যায়ে বিকালে (৪টা) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসমাইল জাবিহুল্লাহ, বিএনপি নেত্রী রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইকবাল হোসেন শ্যামল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ