<p><strong>বিশ্বের প্রথম সুপারশপ</strong></p> <p>১৯১৫ সালে যুক্তরাষ্ট্রের ভিনসেন্ট এস্টোর নামের এক ব্যবসায়ী ‘এস্টোর মার্কেট’ নামে নিউ ইয়র্কের ম্যানহাটানে একটি সুপারশপ খোলেন। যেটি বিশ্বের প্রথম সুপারশপ হিসেবে পরিচিত।</p> <p>এতে তাঁর বিনিয়োগ ছিল সাত লাখ ৫০ হাজার ডলার। সেখানে মাছ-মাংস, ফল-ফুল থেকে শুরু করে সব ধরনের কাঁচাবাজার ও মুদিপণ্য পাওয়া যেত। কিন্তু দুই বছরের ব্যবধানে ১৯১৭ সালে লোকসানের কারণে মার্কেটটি গুটিয়ে ফেলতে হয়।</p> <p><img alt=\"\" src=\"/ckfinder/userfiles/images/Zesan/352.jpg\" style=\"height:362px; width:600px\" /></p> <p><strong>বিখ্যাত চেইনশপ ওয়ালমার্ট</strong></p> <p>আমেরিকার সবচেয়ে বড় খুচরা কম্পানি ওয়ালমার্টের অধীনে রয়েছে সুপারশপ, সুপারমার্কেট ও হাইপারমার্কেট ইত্যাদি। বিশ্বের ২৭ দেশে ৫৬টি ভিন্ন ভিন্ন নামে এগুলো পরিচালিত হয়। ওয়ালমার্টের রয়েছে মোট ১১ হাজার ৪৮৪টি স্টোর। বর্তমানে রাজস্বের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় কম্পানি ওয়ালমার্ট। ২০১৯ সালে কম্পানিটির রাজস্ব আসে ৫১৪.৪০৫ বিলিয়ন ডলার। কর্মী সংখ্যা ২২ লাখ।</p> <p><img alt=\"\" src=\"/ckfinder/userfiles/images/Zesan/agora.jpg\" style=\"height:362px; width:600px\" /></p> <p><strong>বাংলাদেশে যাত্রা শুরু</strong></p> <p>সুপারশপে কাঁচাবাজার অর্থাৎ মাছ, মাংস, সবজি, তরকারি, ফল থেকে শুরু করে সব ধরনের মুদিপণ্য পাওয়া যায়। রয়েছে গৃহস্থালি পণ্য, ওষুধ, জামাকাপড়, স্টেশনারি জিনিসপত্রসহ মানুষের দৈনন্দিন জীবনের সব কিছু।</p> <p>২০০১ সালে ঢাকার রাইফেলস স্কয়ারে আগোরা যাত্রা শুরুর মাধ্যমে বাংলাদেশে সুপারশপের যাত্রা শুরু হয়।</p>