<p>বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) উদ্যোগে দেশে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাজুস ফেয়ার-২০২৪’। তিন দিনব্যাপী এই মেলা আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বাজুস ফেয়ারে ৪১ টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য বিশেষ অফার দেওয়ার ঘোষণা দিয়েছে।</p> <p>জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় এই আয়োজনটি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হল নবরাত্রিতে অনুষ্ঠিত হবে।</p> <p>আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রবেশ মূল্যের বিনিময়ে ক্রেতা- দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে বাজুস ফেয়ার। </p> <p>প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় দেশের ইতিহাসে তৃতীয়বারে মতো বাজুস ফেয়ার-২০২৪ আয়োজন করা হচ্ছে। এই জুয়েলারি মেলা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছে বাজুস। <br />  <br /> বাজুস আশা করছে- বাজুস ফেয়ার-২০২৪ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশর নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।</p>