<p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘এখন যে সরকার দায়িত্ব পেয়েছে, সেটা নির্বাচনের মাধ্যমে আসা সরকার নয়। আমরা বেশিদিন থাকব না। কিছু সংস্কার করে দিয়ে যেতে চাই। যে পদচিহ্ন ধরে পরবর্তী সরকার ঠিকভাবে অর্থনীতি পরিচালনা করতে পারবে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘পরবর্তী সরকার এসে যদি আবার সব আইন বাতিল করে দেয় তাহলে আবার হবে না। আমরা একটি ভাঙাচোরা অর্থনীতির দায়িত্ব পেয়েছি। এটা সংস্কার করা এত সোজা নয়। অনেক কঠিন কাজ। তার পরও অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা করে যেতে চাই।’</p> <p style="text-align:justify">মঙ্গলবার (৫ নভেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।</p> <p style="text-align:justify">বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘এখন অর্থনৈতিক সেক্টরে অনেক ভালো ভালো নিউজ হচ্ছে। যার উদাহরণ আগে ছিল খুবই কম।’ সাংবাদিকদের প্রতি মনে রাখার মতো কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।</p> <p style="text-align:justify">অনুষ্ঠানে ১৭টি ক্যাটাগরিতে ১৯ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। শেয়ার মার্কেট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সালাহউদ্দিন মাহমুদ, কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে প্রথম আলোর আরিফুর রহমান, ব্যাংক ও ইনস্যুরেন্স খাতে যৌথভাবে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার শফিক ইসলাম ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান, ডিজিটাল ইকোনমিক ক্যাটাগরিতে যৌথভাবে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন পাপান, অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সমকালের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি ও ইউএনবির বিশেষ প্রতিনিধি ছদরুল হাসান, বেসরকারি খাতে ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবিব রাসেল ও নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি বাবু কামরুজ্জামান, অবজেক্টিভ ইকোনমিক ক্যাটাগরিতে প্রথম আলোর ডেপুটি চিফ রিপোর্টার রাজীব আহমেদ, চ্যানেল টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি ইকবাল আহসান এবং শেয়ার বিজের ইসমাইল আলী।</p> <p style="text-align:justify">এ ছাড়া ম্যাক্রো ইকোনমিক ক্যাটাগরিতে প্রথম আলোর বিশেষ প্রতিবেদক ফখরুল ইসলাম হারুন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জেবুন্নেসা আলো, রাজস্ব ক্যাটাগরিতে দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মোহাম্মদ জাহাঙ্গীর শাহ কাজল ও আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার জিয়াদুল ইসলাম। বিশেষ মেনশন ক্যাটাগরিতে কালবেলার নিউজ এডিটর রাজু আহমেদ ও ৭১ টিভির বিশেষ প্রতিনিধি সুশান্ত কুমার সিনহা পুরস্কার পেয়েছেন।</p>