<p>দেশের অন্যতম সুপার শপ ‘স্বপ্ন’ হঠাৎ করে নিয়ে আসে গরুর মাংস ও আলু মিলিয়ে প্যাকেজ সুবিধা। এতে গ্রাহকদের সাড়াও মিলেছে। গত ১ নভেম্বর চালু হওয়া ১৬০ টাকার এই প্যাকেজ বিক্রি হয়েছে প্রায় ৭৫ হাজারটি। শপের বিক্রি বেড়েছে প্রায় ১৫ শতাংশ। গরু ও আলুর প্যাকেজে ভালো সাড়া পাওয়ায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ২০-২৫টি প্যাকেজ চালু করেছে। আর সামনে এর সংখ্যা ১০০টির ওপরে নিয়ে যাওয়া হবে।</p> <p>রবিবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের স্বপ্নের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান, সুপার শপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির নাসির। অল্প টাকায় বা পিছ আকারে মাছ-মাংস বিক্রি ধারণাটা তিনিই নিয়ে এসেছেন বলে জানান।</p> <p>সাংবাদিকদের সাব্বির নাসির বলেন, মূল্যস্ফীতির চাপে দেশের মানুষ বেশ কিছু নিত্যপণ্য কেনা কমিয়ে দিয়েছেন। যেখানে খাদ্যের মাধ্যমে নেওয়া শরীরের প্রয়োজনীয় উপদান থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা স্বল্প আয় বা নিম্ন বা নিম্নমধ্যবিত্ত মানুষদের জন্য ২০০ গ্রাম গরুর মাংস ও ১০০ গ্রাম আলুর একটি কম্বো প্যাকেজ তৈরি করি। যার দাম ১৬০ টাকা। এতে সকল পেশার মানুষ কিনতে পারছেন। এতে ভ্যাটও দিতে হয় না। এখন স্বপ্নের ৫২০টি বিক্রয়কেন্দ্রের মধ্যে ১০০টিতে এই প্যাকেজগুলো বিক্রি করা হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে সারা দেশের সকল শপে প্যাকেজ সুবিধা চালু করা হবে। গত ১ নভেম্বর চালু হওয়ার পর এখন পর্যন্ত মাংসের প্যাকেজ বিক্রি হয়েছে ৭৫ হাজারটি। </p> <p>তিনি বলেন, এই সুবিধা চালু করার পর ক্রেতাদের ব্যাপক সাড়া পাচ্ছি। গত ১২ বছরেও এমন ভালোবাসা আমরা পাইনি। ক্রেতাদের সঙ্গে কথা বলে দেখেছি, এমনও লোক কিনছেন, যারা গত ৩ বছরেও মাংস কিনে খেতে পারেননি। কারণ সাধারণ দোকান থেকে এক কেজির কম মাংস বিক্রি করতে চায় না। বিক্রি করলেও অনেকে লজ্জায় কিনতে পারেন না। কিন্তু আমাদের শপগুলোতে ওইসব লোক কিন্তু এসে মাংসের প্যাকেজ কিনে নিয়ে যাচ্ছেন। উচ্চবিত্ত মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খাবার নষ্ট না করে আপনারা যতটুকু খাবেন ততটুকুই ক্রয় করুন, রান্না করুন। এতে মূল্যস্ফীতির ওপর চাপ কমবে। সাধারণ মানুষ ভালো থাকার সুযোগ পাবেন।</p> <p>স্বপ্ন শুধু এই মাংসের প্যাকেজ নয়, মাছ, শাকসবজি, ফল মিলিয়ে আরো অন্তত ২৫টি প্যাকেজ চালু করেছে। এর মধ্যে অন্যতম দুই পিস রুই মাছ ও এক পিস আলুর প্যাকেজ, নিরামিষ মিক্স, ল্যাটকা খিচুরির উপদান সঙ্গে দুইটি ডিম ও ২০ টাকায় দুজনের বিকেলের নাস্তার প্যাকেজ অন্যতম।</p>