<p>দেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির ফলে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তার আওতায় আনার লক্ষ্যে এবং ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের কারণে নির্ভরশীলতার হার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে মহান জাতীয় সংসদ কর্তৃক ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩’ পাস করা হয়েছে। গত ৩১ জানুয়ারি ২০২৩-এ আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়। উক্ত আইনের আলোকে গঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে।</p> <p>সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায়, ৫০ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকরা ১০ বছর নিরবচ্ছিন্ন জমা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন। মোবাইল নম্বর এবং প্রবাসীদের ক্ষেত্রে ই-মেইলের মাধ্যমে ইউনিক আইডি নম্বর, ওটিপি, জমার পরিমাণ এবং মাসিক জমা প্রদানের তারিখ জানিয়ে দেওয়া হবে।</p> <p>সর্বজনীন পেনশন নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে পাওয়া এসব প্রশ্নের উত্তর নিচে তুলে ধরা হলো—</p> <p><strong>প্রশ্ন :</strong> পেনশন স্কিমে মুনাফাসহ বছর শেষে কত টাকা জমা হলো চাঁদাদাতা কিভাবে জানতে পারবেন? </p> <p><strong>উত্তর :</strong> চাঁদাদাতা তার পেনশন আইডি দিয়ে www.upension.gov.bd -এর আইটি সিস্টেমে প্রবেশ করে যেকোনো সময় সহজেই বছর শেষে মুনাফাসহ জমাকৃত টাকার পরিমাণ সম্পর্কিত তথ্য জানতে পারবেন।</p> <p><strong>প্রশ্ন : </strong>চাকরি পরিবর্তন করলে নতুন পেনশন নম্বর গ্রহণ করতে হবে কি না?</p> <p><strong>উত্তর : </strong>চাকরি পরিবর্তন করলে নতুন পেনশন নম্বর গ্রহণ করতে হবে না। শুধু জাতীয় পেনশন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।</p> <p><strong>প্রশ্ন : </strong>চাঁদাদাতার বয়স ৬০ বছর হওয়ার পর তিনি কিভাবে পেনশন পাবেন?</p> <p><strong>উত্তর :</strong> চাঁদাদাতার বয়স ৬০ বছর হওয়ার পর তার ব্যাংক হিসাবে অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মাসিক পেনশন প্রদান করা হবে।</p> <p><strong>প্রশ্ন : </strong>কেবল অনলাইন রেজিস্ট্রেশন করলেই পেনশন স্কিমে অংশগ্রহণ করা যাবে নাকি কাগজপত্র জমা দিতে হবে? </p> <p><strong>উত্তর :</strong> প্রয়োজনীয় কাজগপত্রের হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন হবে না। শুধু অনলাইনে রেজিস্ট্রেশন করে মাসিক টাকা জমা দিলেই হবে।</p> <p><strong>প্রশ্ন : </strong>গৃহিণীগণ কোন স্কিমে অংশ নিতে পারবেন?</p> <p><strong>উত্তর :</strong> গৃহিনীগণ স্বকর্মে নিয়োজিতদের জন্য প্রযোজ্য ‘সুরক্ষা’ স্কিমে এবং বার্ষিক ৬০,০০০ টাকার কম আয়ের ক্ষেত্রে ‘সমতা’ স্কিমে  অংশ নিতে পারবেন।</p> <p><strong>প্রশ্ন </strong>: ‘প্রবাস’  স্কিমে পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করার পর কত দিনের মধ্যে এনআইডি জমা দিতে হবে?</p> <p><strong>উত্তর :</strong> এনআইডি তৈরিতে যৌক্তিকভাবে যে সময়ের প্রয়োজন হবে সেই সময়কালের মধ্যেই এনআইডি জমা দিতে হবে।</p> <p><strong>প্রশ্ন : </strong>জাতীয় পেনশন কর্তৃপক্ষের যাবতীয় ব্যয় কি স্কিমে অংশগ্রহণকারীদের জমাকৃত টাকা থেকে মেটানো হবে?</p> <p><strong>উত্তর : </strong>না। জাতীয় পেনশন কর্তৃপক্ষের যাবতীয় ব্যয় সরকার বহন করবে।</p> <p><strong>প্রশ্ন : </strong>কোনো ব্যক্তির কাছে মাসিক চাঁদার টাকা জমা দেওয়া যাবে কি না?</p> <p><strong>উত্তর :</strong> না। কোনো ব্যক্তির কাছে চাঁদার টাকা নগদ জমা দেওয়া যাবে না। ব্যাংক, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চাঁদার টাকা জমা দেওয়া যাবে।</p> <p><strong>প্রশ্ন : </strong>সরকারি, রাষ্ট্রায়ও এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে পারবেন কি না?</p> <p><strong>উত্তর : </strong>সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির পূর্বে সরকারি, রাষ্ট্রায়ও এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন না।</p> <p><strong>প্রশ্ন : </strong>চাঁদাদাতা এবং চাঁদাদাতার মনোনীত নমিনী বা নমিনীগণ মেয়াদপূর্তির আগে মারা গেলে জমাকৃত টাকা কে পাবেন?</p> <p><strong>উত্তর : </strong>সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত উত্তরাধিকার সনদের ভিত্তিতে জমাকৃত টাকা মুনাফাসহ উত্তরাধীকার/উত্তরাধীকারগণকে প্রদান করা হবে।</p> <p><strong>প্রশ্ন :</strong> ‘প্রবাস’ স্কিমে যোগদান করে বৈদেশিক মুদ্রায় প্রেরিত চাঁদার ওপর সরকার ঘোষিত প্রণোদনা পাওয়া যাবে কি না?</p> <p><strong>উত্তর : </strong>‘প্রবাস’ স্কিমে যোগদান করে বৈদেশিক মুদ্রায় প্রেরিত চাঁদার ওপর সরকার ঘোষিত হারে প্রণোদনা পাওয়া যাবে। তবে চাঁদাদাতাকে চাঁদার সম্পূর্ণ অংশ প্রেরণ করতে হবে। প্রণোদনার অর্থ অতিরিক্ত হিসেবে তার পেনশন হিসাবে জমা হবে।</p> <p><strong>প্রশ্ন : </strong>পেনশন স্কিম পরিচালনার যেকোনো পর্যায়ে কেউ যদি চাঁদা দিতে অপারগ হন তাহলে জমাকৃত সম্পূর্ণ অর্থ মুনাফাসহ ফেরত পাওয়া যাবে কি না?</p> <p><strong>উত্তর :</strong> চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পূর্বে চাঁদা প্রদানে অপারগ হলে এবং তিনি জীবিত থাকলে পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর জমাকৃত টাকার ওপর মাসিক পেনশন প্রাপ্য হবেন। পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে সেক্ষেত্রে নমিনি/নমিনিগণ সমুদয় অর্থ এককালীন ফেরত পাবেন। </p> <p><strong>প্রশ্ন : </strong>পেনশন স্কিম পূর্ণ মেয়াদে পরিচালনার পর পেনশনের পরিবর্তে সম্পূর্ণ অর্থ একসাথে উত্তোলন করা যাবে কি না?</p> <p><strong>উত্তর :</strong> না, সম্পূর্ণ অর্থ একসাথে উত্তোলন করা যাবে না। আজীবন মাসিক পেনশন পাওয়া যাবে। </p> <p><strong>প্রশ্ন : </strong>সর্বজনীন পেনশন স্কিমে লোন ব্যতীত  এককালীন আংশিক অর্থ পাওয়ার সুযোগ আছে কি না?</p> <p><strong>উত্তর :</strong> না, চাঁদাদাতা জীবিত থাকা অবস্থায় লোন ব্যতীত এককালীন আংশিক বা সম্পূর্ণ অর্থ উত্তোলনের সুযোগ নেই।</p> <p><strong>প্রশ্ন : </strong>অনলাইনে ভিসা কার্ড বা মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসে (MFS) চাঁদা প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জ বাধ্যতামূলক কি না?</p> <p><strong>উত্তর :</strong> সেবা প্রদানকারী সংস্থাসমূহ (কার্ড/MFS) প্রদত্ত সেবার বিপরীতে সার্ভিস চার্জ নিয়ে থাকে, যা উক্ত সংস্থাসমূহ প্রাপ্য হয়। এ অর্থ পেনশন তহবিলে জমা হয় না। ফলে, সার্ভিস চার্জ প্রদান করা বাধ্যতামূলক। </p> <p><strong>প্রশ্ন : </strong>মানুষ কেন ব্যাংকে টাকা না রেখে পেনশন স্কিমে রাখবে?</p> <p><strong>উত্তর : </strong>ব্যাংকে টাকা রাখলে আজীবন পেনশনপ্রাপ্তির সুযোগ নেই। সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিলে চাঁদাদাতা আজীবন মাসিক পেনশনপ্রাপ্ত হবেন বিধায় ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। </p> <p><strong>প্রশ্ন : </strong>পেনশন স্কিমে অংশগ্রহণকারীগণের জমাকৃত টাকা কোথায়, কিভাবে থাকবে? এই টাকা কোথায় বিনিয়োগ হবে?</p> <p><strong>উত্তর : </strong>পেনশন স্কিমে অংশগ্রহণকারীগণের জমাকৃত টাকা জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত ব্যাংক হিসাবে জমা হবে। বিনিয়োগ বিধিমালা অনুযায়ী জমাকৃত টাকা কম ঝুঁকিপূর্ণ লাভজনক খাতে বিনিয়োগ করা হবে। বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা হারাহারি হারে পুরোটাই জমাকারীগণের ব্যাংক হিসাবে জমা হবে। </p> <p><strong>প্রশ্ন :  </strong>পেনশন স্কিমে অংশগ্রহণকারীগণের প্রদত্ত চাঁদার একটি অংশ কি সরকার বহন করবে?</p> <p><strong>উত্তর : </strong>চারটি স্কিমের মধ্যে কেবল ‘সমতা’ স্কিমে চাঁদাদাতার প্রদত্ত চাঁদার সমপরিমাণ টাকা সরকার প্রদান করবে। এ ছাড়া পেনশন কর্তৃপক্ষের যাবতীয় ব্যয় সরকার বহন করবে। </p> <p><strong>প্রশ্ন : </strong>নমিনি কতদিন এবং কিভাবে পেনশন পাবে?</p> <p><strong>উত্তর : </strong>পেনশন ভোগরত অবস্থায় পেনশনারের মৃত্যু হলে মৃত পেনশনার জীবিত থাকলে বয়স ৭৫ বছর হওয়া পর্যন্ত, তার নমিনি/নমিনিগণ সমপরিমাণ মাসিক পেনশন পাবেন।</p> <p><strong>প্রশ্ন : </strong>মেয়াদপূর্তির পূর্বে পেনশন স্কিমের জমাকৃত টাকা কি নগদায়ন (Premature Encashment) করা যাবে?</p> <p><strong>উত্তর :</strong> না। নগদায়ন বা Premature Encashment করা যাবে না। চাঁদাদাতা কেবল তাঁর জমাকৃত টাকার ৫০% কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ঋণ হিসেবে নিতে পারবেন এবং ঋণ সর্বোচ্চ ২৪ কিস্তিতে পরিশোধ করতে হবে। কিস্তিতে পরিশোধিত টাকা চাঁদাদাতার পেনশন হিসাবেই জমা হবে।</p> <p><strong>প্রশ্ন :</strong> ‘প্রবাস’ স্কিমে অংশগ্রহণ করে কি দেশীয় মুদ্রায় পেমেন্ট করা যাবে?</p> <p><strong>উত্তর :</strong> না। প্রবাস থেকে ডেবিট, ক্রেডিট কার্ড বা  অন্য কোনো বৈধ ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রায় চাঁদা প্রদান করতে হবে।</p> <p><strong>প্রশ্ন : </strong>কয়েক কিস্তি টাকা দেওয়ার পর পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পূর্বে স্কিম বাতিল করে এককালীন উত্তোলন করা যাবে কি না?</p> <p><strong>উত্তর : </strong>না। পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পূর্বে পেনশন স্কিম বাতিল করে জমাকৃত টাকাএককালীন উত্তোলন করা যাবে না। পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর জমাকৃত টাকার বিপরীতে আজীবন পেনশন পাওয়া যাবে।</p> <p><strong> প্রশ্ন :</strong> নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা জমা করতে ব্যর্থ হলে কী হবে?</p> <p><strong>উত্তর :</strong> নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা জমা করতে ব্যর্থ হলে পরবর্তী ১ মাস পর্যন্ত জরিমানা ছাড়া চাঁদা প্রদান করা যাবে। ১ মাস অতিবাহিত হলে পরবর্তী প্রতিদিনের জন্য ১% হারে বিলম্ব ফি জমা প্রদান সাপেক্ষে হিসাবটি সচল রাখা যাবে। কোনো চাঁদাদাতা পর পর ৩ কিস্তি চাঁদা জমাদানে ব্যর্থ হলে পেনশন হিসাবটি স্থগিত হবে এবং সমুদয় বকেয়া কিস্তি বিলম্ব ফিসহ জমা না করা পর্যন্ত হিসাবটি সচল হবে না।</p> <p><strong> প্রশ্ন : </strong>MPO (Monthly Pay Order) ভুক্ত শিক্ষক/কর্মচারীগণ কি জাতীয় পেনশন স্কিমে নিবন্ধন করতে পারবে?</p> <p><strong>উত্তর : </strong>হ্যাঁ, নিবন্ধন করতে পারবেন।</p> <p><strong>প্রশ্ন : </strong>চাঁদার টাকা অগ্রিম জমা প্রদান করা যাবে কি না?</p> <p><strong>উত্তর : </strong>চাঁদাদাতাগণ মাসের নাম উল্লেখপূর্বক যেকোনো পরিমাণ চাঁদার টাকা অগ্রিম হিসাবে জমা করতে পারবেন। চাঁদাদাতা চাইলে মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে চাঁদা পরিশোধ করতে পারবেন।</p> <p><strong>প্রশ্ন : </strong>চাঁদার টাকা জমা হয়েছে কি না, তা কিভাবে জানা যাবে?</p> <p><strong>উত্তর :</strong> চাঁদার টাকা জমা হলে চাঁদাদাতার রেজিস্টার্ড মোবাইল নম্বরে তাকে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে। নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা প্রদান করা না হলে বিলম্ব ফিসহ চাঁদা জমাদানের জন্য চাঁদাদাতার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ পাঠানো হবে।</p> <p><strong>প্রশ্ন : </strong>একই পরিবারের সবাই কি পেনশন স্কিমে নিবন্ধন করতে পারবেন?</p> <p><strong>উত্তর : </strong>পরিবারের সবাই পেশা ও সামর্থ্য অনুযায়ী  প্রযোজ্য পেনশন স্কিমে নিবন্ধন করতে পারবেন।</p> <p><strong>প্রশ্ন : </strong>পেনশন স্কিমে জমাকৃত টাকার গ্যারান্টার বিষয়ে কোনো ব্যাখ্যা আছে কি না?</p> <p><strong>উত্তর : </strong>জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ায় পেনশন স্কিমে জমাকৃত অর্থের বিষয়ে রাষ্ট্রীয় গ্যারান্টি রয়েছে।</p> <p><strong>প্রশ্ন :</strong> নির্দিষ্ট সময় পর সহজে কিভাবে পেনশন পাওয়া যাবে?</p> <p><strong>উত্তর :</strong> পেনশন স্কিমে অংশগ্রহণকারীর বয়স ৬০ বছর পূর্ণ হলে রেজিস্ট্রেশনের সময় প্রদান করা ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মাসিক পেনশনের টাকা প্রদান করা হবে।</p> <p><strong>প্রশ্ন : </strong>বিভিন্ন স্কিমে প্রদত্ত চার্ট/টেবিলের মেয়াদ ১০/১৫/২০/২৫/৩০/৩৫/৪০/৪২ বছর ধরে কি চাঁদা প্রদান করতে হবে?</p> <p><strong>উত্তর : </strong>না, উক্ত চার্ট/টেবিলের তথ্য দিয়ে জমার বিপরীতে সম্ভাব্য পেনশন সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বস্তুত চাঁদাদাতা পেনশনপ্রাপ্তির জন্য পেনশন স্কিমে কত দিন চাঁদা দেবেন তা জন্মতারিখের ভিত্তিতে নির্ধারিত হবে। যদি চাঁদাদাতার বয়স ৩২ বছর ৩ মাস হয়ে থাকে, আর তিনি যদি এই বয়সে পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করেন তাহলে তাকে ২৭ বছর ৯ মাস চাঁদা দিতে হবে এবং তিনি জমাকৃত টাকার পরিমাণ ও সময় অনুযায়ী পেনশন প্রাপ্য হবেন।</p> <p><strong>প্রশ্ন : </strong>‘প্রগতি’ স্কিমে বড় অংকের কিস্তি দিয়ে শুরু করে ‘সুরক্ষা’ স্কিমে ছোট অংকের  কিস্তিতে গেলে কিভাবে পেনশনপ্রাপ্ত হবে?</p> <p><strong>উত্তর :</strong> বড় অংকের স্কিম থেকে ছোট অংকের স্কিমে বা ছোট অংকের স্কিম থেকে বড় অংকের স্কিমে যাওয়া যাবে। বছরের যেকোনো সময় স্কিম বা প্যাকেজ পরিবর্তন করলে তার মোট জমা এবং জমার সময়ের ওপর নির্ভর করে মাসিক পেনশন নির্ধারিত হবে।  </p> <p><strong>প্রশ্ন : </strong>৭৬ বছরে যদি কেউ মারা যায় তাহলে তার নমিনি পাবেন কি না?</p> <p><strong>উত্তর :</strong> পেনশনারের বয়স ৭৫ বছরের বেশি হয়ে গেলে নমিনির নাম কর্তন করে দেয়া হবে। নমিনি আর পেনশন প্রাপ্য হবেন না।</p> <p><strong>প্রশ্ন : </strong>৫০ বছরের ওপরে কেউ পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন কি না?</p> <p><strong>উত্তর :</strong> পেনশন স্কিমে অংশগ্রহণের ক্ষেত্রে বয়সের কোনো উর্ধ্ব সীমা নেই। বিশেষ বিবেচনা ৬০ বছর বয়সেও যেকোনো নাগরিক পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন। সেক্ষেত্রে ৭০ বছর বয়স পূর্তির পর তিনি পেনশন প্রাপ্য হবেন। ৭০ বছর হওয়ার পূর্বে তিনি যদি মারা যান, তাহলে তার নমিনি মুনাফাসহ জমাকৃত অর্থ ফেরত পাবেন।</p> <p><strong>প্রশ্ন : </strong>সর্বজনীন পেনশন স্কিমে প্রদত্ত চাঁদার কর রেয়াত পাওয়া যাবে কি না?</p> <p><strong>উত্তর : </strong>হ্যাঁ, সর্বজনীন পেনশন স্কিমে প্রদত্ত চাঁদার কর রেয়াত পাওয়া যাবে।</p> <p><strong>প্রশ্ন : </strong>মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত কি না?</p> <p><strong>উত্তর : </strong>হ্যাঁ, মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়করমুক্ত।</p> <p><strong>প্রশ্ন : </strong>চাঁদাদাতার চাঁদার টাকা কিভাবে হিসাব করা হবে?</p> <p><strong>উত্তর :</strong> স্কিমের আওতাভুক্ত প্রত্যেক চাঁদাদাতার নামে একটি পৃথক পেনশন হিসাব থাকবে। যা তার কর্পাস হিসাব হবে এবং উক্ত কর্পাস হিসাবে চাঁদাদাতা কর্তৃক জমাকৃত চাঁদার অঙ্ক হিসাবায়ন করা হবে।</p> <p> <strong>প্রশ্ন : </strong>স্বল্প আয়ের মানুষ যারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগী, তাদের ক্ষেত্রে সর্বজনীন পেনশন স্কিম কিভাবে প্রযোজ্য হবে?</p> <p><strong>উত্তর : </strong>যারা সাময়িক ক্যাশ ট্রান্সফার (মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ) প্রোগ্রামের সুবিধাভোগী তারা পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। যারা লাইফ সাইকেল (life cycle) এপ্রোচের অধীনে আজীবন ভাতাভোগী (যেমন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ইত্যাদি), তারা এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন না। এই স্কিমে অংশগ্রহণ করতে হলে তাদের বর্তমানে প্রাপ্ত সুবিধা সমর্পণ করতে হবে।    </p> <p><strong>প্রশ্ন: </strong>ফৌজদারী অপরাধে সাজাপ্রাপ্ত আসামীরা কি এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন?</p> <p><strong>উত্তর:</strong> সাজাপ্রাপ্ত আসামীদের এই স্কিমে অংশগ্রহণ করার জন্য কোন বাধা নেই। তিনি বা তাঁর পক্ষে কেউ নিয়মিত জমা প্রদান করে হিসাব পরিচালনা করতে পারবেন। কেউ একবার রেজিস্ট্রেশন করলে তার হিসেব সংরক্ষিত থাকবে।</p> <p><strong>প্রশ্ন:  </strong>“সমতা” স্কিমে রেজিস্ট্রেশন এর জন্য আয়ের কোন প্রত্যয়ন প্রয়োজন আছে কী?</p> <p><strong>উত্তর: </strong>না,“সমতা” স্কিমে রেজিস্ট্রেশন এর জন্য কোন ধরণের প্রত্যয়ন বা সার্টিফিকেট এর প্রয়োজন নেই। এটা চাঁদাদাতা নিজে ঘোষণা করবেন যে তার বার্ষিক আয় ৬০,০০০  টাকার নিচে। এ স্কিমে রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এবং নমিনির জাতীয় পরিচয়পত্র (নমিনির জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদ) লাগবে। </p> <p><strong>প্রশ্ন: </strong> উপজেলা পর্যায়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের কোন সম্মুখ অফিস আছে কিনা?</p> <p><strong>উত্তর: </strong>হ্যাঁ, বর্তমানে সোনালী ও অগ্রণী ব্যাংক এর সকল শাখা সর্বজনীন পেনশন স্কিমের সম্মুখ অফিস হিসেবে কাজ করছে। যে কোনো বাংলাদেশি নাগরিক সেখানে গিয়ে পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং টাকা জমা প্রদান করতে পারবেন। তাছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে রেজিস্ট্রেশন করা যাবে।</p> <p><strong>প্রশ্ন: </strong>প্রগতি স্কিমে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন প্রাইভেট প্রতিষ্ঠানের জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে কোন চুক্তি করার প্রয়োজন আছে কি?</p> <p><strong>উত্তর: </strong>না, প্রগতি স্কিমে রেজিস্ট্রেশনের জন্য কোন প্রতিষ্ঠানের জাতীয় পেনশন কর্তৃপক্ষের সাথে আলাদা করে চুক্তি করার প্রয়োজন নেই। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে আগ্রহী যে কেউ প্রগতি স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন।</p> <p> <strong>প্রশ্ন: </strong>১৮ বছরের উর্ধ্ব বয়স্ক কোন সন্তান যিনি অদ্যাবধি স্বীকৃত কোন পেশায় নিয়োজিত নন তার  নামে তার পিতা/মাতা/অভিভাবক পেনশন স্কিম খুলতে পারবেন কিনা?</p> <p><strong>উত্তর:</strong> ১৮ বছরের উর্ধ্ব বয়সি কোন সন্তান যিনি অদ্যাবধি স্বীকৃত কোন পেশায় নিয়োজিত নন তার পিতা/মাতা/অভিভাবক ইচ্ছা করলে তার সন্তানের নাম সুরক্ষা স্কিম চালু করতে পারবেন। পরবর্তীতে স্বীকৃত কোন পেশায় নিয়োজিত হওয়ার পর তিনি সংশ্লিষ্ট পেশার জন্য প্রযোজ্য স্কিমে যেতে পারবেন। </p> <p><strong> প্রশ্ন: </strong>বর্তমানে সর্বজনীন পেনশন স্কিমের চারটি স্কিমে অংশগ্রহণকারী কোন চাঁদাদাতা সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরি পেলে তিনি পেনশন স্কিমটি চালিয়ে যেতে পারবেন কি না?</p> <p><strong>উত্তর:</strong> সরকারি এবং স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানসমূহে অবসর সুবিধা সুবিধা প্রদানের সুযোগ আছে বিধায় সর্বজনীন পেনশন স্কিমে চাঁদা দাতা  এ ধরনের চাকরি প্রাপ্তির প্রমাণস্বরূপ নিয়োগপ্রত্রসহ আবেদন করলে তার পেনশন স্কিমটি বন্ধ করে জমাকৃত সমুদয় টাকা ফেরত প্রদান করা হয়ে থাকে।</p> <p><strong> প্রশ্ন:</strong> পেনশনযোগ্য বয়সে উপনীত হবার পূর্বে কোন চাঁদাদাতা স্বেচ্ছায় পেনশন স্কিম বন্ধের আবেদন করলে তা মঞ্জুর করার সুযোগ আছে কি না?</p> <p><strong>উত্তর: </strong>সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ এবং উক্ত আইনের অধীনে জারীকৃত বিধিমালা অনুযায়ী পেনশনযোগ্য বয়সে উপনীত হবার পূর্বে স্বেচ্ছায় পেনশন স্কিম ত্যাগ করার সুযোগ রাখা হয়নি। চাঁদাদাতার মৃত্যুজনিত কারণ এবং সরকারি বা স্বায়ত্বশাশিত প্রতিষ্ঠানে চাকরি পাওয়া জনিত কারণ  ছাড়া পেনশনযোগ্য বয়সে উপনীত হবার পূর্বে পেনশন স্কিম বন্ধ করে জমাকৃত টাকা উত্তোলনের সুযোগ নেই। তবে চাঁদার হার কমানো বা বাড়ানো এবং পেনশন স্কিম পরিবর্তনের সুযোগ রয়েছে।</p>