<p style="text-align:justify">বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ ভারত থেকে আমদানি করা কম শুল্কের আরো দুই লাখ ডিমের চালান খালাস দিয়েছে। গত বুধবার (২০ নভেম্বর) রাতে যশোরের বেনাপোল স্থলবন্দরে ডিমের চালানটি প্রবেশ করে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত আটটার দিকে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিমের চালানটি খালাস নিয়েছে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাইড্রোল্যান্ড সলিউশন। ডিমের এই চালানটি কাস্টমস থেকে ছাড় করতে কাগজপত্র দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল।</p> <p style="text-align:justify">আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ৫ শতাংশ শুল্কের সুবিধা পাবেন আমদানিকারকরা। এই শুল্কে শুল্কায়ন করা প্রতিটি ডিম পাইকারি বাজারে ৯ টাকায় বিক্রি হওয়ার কথা রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732263614-cd4cb7a69c45f761c5514490b1ee0888.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/22/1449417" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এদিকে ডিম আমদানির ফলে বাজারে ডিমের দাম কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ৪৪-৪৬ টাকা দরে প্রতি হালি ডিম কিনতে পারছেন ক্রেতারা।</p> <p style="text-align:justify">আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সলিউশনের স্বত্বাধিকারীর প্রতিনিধি ইকরামুল হাসান সজিব বলেন, সরকার নির্ধারিত কম শুল্কে বন্দর থেকে ডিম খালাস নিচ্ছি। এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষ ৫ শতাংশ শুল্কে ডিম খালাস দিচ্ছে। এখন দাম আগের চেয়ে ৪-৫ টাকা কম। প্রতিটি ডিম বাজারে ৯ টাকার মধ্যে পাইকারি বিক্রি হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেশবপুরে গাছ থেকে পড়ে ভ্যানচালকের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732262718-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেশবপুরে গাছ থেকে পড়ে ভ্যানচালকের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/22/1449415" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুম কবীর তরফদার জানান, বুধবার রাতে এক ট্রাক ডিম বন্দরে প্রবেশ করে। যা আমদানিকারক বৃহস্পতিবার রাত ৮টার দিকে খালাস নেন। আমদানিকারকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। পূর্ব নির্ধারিত ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ শুল্কায়নে চালান খালাস দেওয়া হয়েছে।</p>