<p>বিগত অর্থবছরে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কম্পানি লিমিটেড (বিজিএফসিএল) প্রায় আড়াই শ কোটি টাকা মুনাফা করেছে। বিজিএফসিএল পরিচালিত পাঁচটি গ্যাসক্ষেত্র থেকে বিদায়ি ২০২৩-২৪ অর্থবছরে গ্যাস ও কনডেনসেট বিক্রি করে ওই পরিমাণ টাকা করপূর্ব মুনাফা করে। ওই সময়ের মধ্যে সরকারি কোষাগারে এক হাজার ১১৭.৩৩ কোটি টাকা জমা দিয়েছে প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী এই প্রতিষ্ঠান, যা এর আগের অর্থবছরের তুলনায় ১৮২ কোটি টাকা বেশি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732539737-fe5df232cafa4c4e0f1a0294418e5660.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/25/1450522" target="_blank"> </a></div> </div> <p>রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় পেট্রোবাংলার সভাকক্ষে অনুষ্ঠিত বিজিএফসিএলের ৬৯তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানানো হয়। বিজিএফসিএলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করা হয়। </p> <p>প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিএফসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে সাধারণ সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. হাবিবুর রহমানসহ বিজিএফসিএলের সব পরিচালক এবং শেয়ারহোল্ডাররা অংশ নেন।</p> <p>বিজিএফসিএল ২০২৩-২৪ অর্থবছরে পাঁচটি গ্যাসক্ষেত্রের উত্পাদনক্ষম ৩৯টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৫৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্পাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করে, যা দেশের মোট উৎপাদনের ২৬ শতাংশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্তৃক গ্যাস উত্পাদনের ৭৩ শতাংশ। এ সময় কূপগুলোতে দৈনিক ৪৪১ ব্যারেল হারে কনডেনসেট উত্পাদন হয়েছে।</p> <p>বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভিন্ন জ্বালানি প্রতিষ্ঠানের কাছে বিজিএফসিএল ২০২৩-২৪ অর্থবছরে পাঁচ হাজার ৮২২.৩০ মিলিয়ন ঘনমিটার গ্যাস এবং গ্যাসের উপজাত হিসেবে প্রাপ্ত ২৫৪.৫৬ লাখ লিটার কনডেনসেট বিক্রি করেছে। এ থেকে বিজিএফসিএল করপূর্ব মুনাফা করেছে ২৪৯.৬১ কোটি টাকা।</p>