সবজিতে স্বস্তি, কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সবজিতে স্বস্তি, কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম
ছবি: ফোকাস বাংলা

সরবরাহ বাড়ায় বাজারে কম দামে পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি। ফলে ইচ্ছে মতো সবজি কিনতে পারছেন ক্রেতারা। সেই সঙ্গে ফার্মের মুরগির ছাড়া ব্রয়লার ও সোনালির দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে। 

আরো পড়ুন
ফরিদপুরে প্রকাশ্যে কুড়াল দিয়ে যুবককে কুপিয়ে জখম

ফরিদপুরে প্রকাশ্যে কুড়াল দিয়ে যুবককে কুপিয়ে জখম

 

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ আগে ২০০-২১০ টাকা দামে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সোনালি মুরগির দামও প্রতি কেজিতে প্রায় ২০ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি সোনালির দাম ছিল ৩০০-৩৩০ টাকা। এ সপ্তাহে ২৮০-৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে ফার্মের মুরগির ডিমের দাম।
 

এদিকে ভোক্তাদের স্বস্তির জায়গা সবজির বাজার। এ ছাড়া শীত মৌসুম থাকায় সবজির দাম বেশ ভালো। ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে। সপ্তাহ ব্যবধানে আলুর দাম আরো কমেছে।

বাজারভেদে এক কেজি আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক মাসের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে আলুর দাম। গত বছরের তুলনায়ও আলুর দাম এখন কম। 

আরো পড়ুন
মালিতে ভূমিধসে চাপা পড়েছে বেশ কয়েকজন খনি শ্রমিক, বেশিরভাগ নারী

মালিতে ভূমিধসে চাপা পড়েছে বেশ কয়েকজন খনি শ্রমিক, বেশিরভাগ নারী

 

বাজার ঘুরে দেখা যায়, শীতের সবজির মধ্যে বর্তমানে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, শালগম, মুলা প্রভৃতি পণ্যের চাহিদা বেশি। বাজারভেদে প্রতিটি ফুলকপি ১৫-২০ টাকা, বাঁধাকপি ও ব্রকলি ২৫-৩০ টাকায় বিক্রি হয়েছে।

এ ছাড়া প্রতিকেজি মুলা ২০ টাকা, মিষ্টিকুমড়া, শালগম ও পেঁয়াজ কলি ৩০-৩৫ টাকা, শিম ২০-৪০ টাকা, শসা, বেগুন, টমেটো ও লাউ ৩০-৬০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা এবং কাঁচামরিচ ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম নিয়ে বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ বাড়ায় বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে সবজির দাম খুব কম। ক্রেতারা ইচ্ছে মতো সবজি কিনতে পারছেন। এতে করে বিক্রিও বেড়েছে দ্বিগুণ। 

আরো পড়ুন
নারী কর্মী নিয়োগে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন

নারী কর্মী নিয়োগে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন

 

বাজার করতে আসা ক্রেতারা জানিয়েছেন, শীত মৌসুম হওয়ায় সবজির দাম কম থাকলেও শীত শেষ হলে দাম আবাও চড়া হবে। সেজন্য বাজার নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নিতে হবে। নিয়মিত মনিটরিং করলেও সাধারণ ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিনতে পারবেন। 

অন্যদিকে অপরিবর্তিত রয়েছে মাছের দাম। প্রতি কেজি কই (চাষের) ২৮০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, পাঙাশ ২২০ টাকা, রুই ৩৫০-৩৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া এক কেজি আকারের ইলিশের দাম রাখা হচ্ছে ২৭০০-২৮০০ টাকা।

মন্তব্য

নগদের নতুন প্রশাসক মোতাছিম বিল্লাহ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নগদের নতুন প্রশাসক মোতাছিম বিল্লাহ
সংগৃহীত ছবি

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর নতুন প্রশাসক নিযুক্ত হয়েছেন মো. মোতাছিম বিল্লাহ। তিনি কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের স্থলাভিষিক্ত হবেন। এর আগে বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

 

১২ ফেব্রুয়ারি মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটে। এর আগে গত সেপ্টেম্বরে হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডিতে তিনি প্রতিষ্ঠানটির নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ আনেন।

নগদ কার্যালয় সূত্রে জানা যায়, মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস করছেন না।

যোগাযোগ করা হলে তিনি জানান, ছুটিতে আছেন তিনি।

বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক থেকে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে, তবে তিনি সাহস পাচ্ছেন না।

আরো পড়ুন
নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে মৌলিক অধিকার ঘোষণা

নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে মৌলিক অধিকার ঘোষণা

 

এদিকে বদিউজ্জামানের পদত্যাগের পর আজ বৃহস্পতিবার নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মো. মোতাছিম বিল্লাহকে নগদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ভরিতে সোনার দাম কমল ২৪০৩ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভরিতে সোনার দাম কমল ২৪০৩ টাকা
সংগৃহীত ছবি

দেশের বাজারে সোনার দাম কমেছে। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম দুই হাজার ৪০৩ টাকা কমে এক লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আরো পড়ুন
বেরোবির শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ

বেরোবির শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য হ্রাসের তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এক লাখ ৪৪ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৩ হাজার ৫১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১ হাজার ৭২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন
১৪ মে চবির ৫ম সমাবর্তন

১৪ মে চবির পঞ্চম সমাবর্তন

 

অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়।

আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ভারত থেকে এলো ১০৫০০ মেট্রিক টন চাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভারত থেকে এলো ১০৫০০ মেট্রিক টন চাল
ফাইল ছবি

ভারত থেকে ১০ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি ভিসিটি ওশান জাহাজ। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে।

আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৩) আওতায় ভারত থেকে আমদানীকৃত ১০ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল  নিয়ে এমপি ভিসিটি ওশান জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

 

পণ্য খালাস কার্যক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফুড এজ মেডিসিন : ডায়েট ম্যানেজমেন্ট শীর্ষক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
ফুড এজ মেডিসিন : ডায়েট ম্যানেজমেন্ট শীর্ষক স্বাস্থ্যবিষয়ক সেমিনার
সংগৃহীত ছবি

রাজধানীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে ফুড এজ মেডিসিন: ডায়েট ম্যানেজমেন্ট শীর্ষক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের সার্বিক সহযোগিতা ও অফিসার্স ক্লাবের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির উদ্যোগে মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাব অডিটরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে ছিলেন পুষ্টিবিদ ইসরাত জাহান। সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. মোহাম্মদ মোজাহেরুল হক, চেয়ারম্যান, স্বাস্থ্য সেবা উপ-কমিটি, অফিসার্স ক্লাব, ঢাকা।

 

এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক, অফিসার্স ক্লাব, ঢাকা। ডা. উম্মে জামিলা আক্তার মান্নীর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডা. মো. আমিনুল ইসলাম, কো-চেয়ারম্যান, স্বাস্থ্যসেবা উপ-কমিটি, অফিসার্স ক্লাব, ঢাকা।

সেমিনারে বক্তারা খাদ্যের মাধ্যমে রোগ প্রতিকার ও প্রতিরোধের বিষয়ে আলোচনা করেন এবং রোগ নিরাময় ও প্রতিকারে স্বাস্থ্য-সহায়ক ফাংশনাল ফুডের কার্যকারিতার বিষয়টি বিশেষভাবে আলোকপাত করেন। 

এ বিষয়ে অর্গানিক নিউট্রিশন লি. এর নির্বাহী পরিচালক (টেক এন্ড নিউট্রিশন) অরুন কুমার মন্ডল তার বক্তব্যে বলেন, রোগ নিরাময়ের জন্য দীর্ঘমেয়াদে নানাবিধ সিন্থেটিক মেডিসিন সেবনের ফলে যে অপরাপর স্বাস্থ্য-ঝুকির সম্ভাবনা দেখা যায়, তা এড়ানোর জন্য জাপান-ইউরোপ-আমেরিকা অনেকদিন ধরেই স্বাস্থ্য-সহায়ক ফাংশনাল ফুড নিয়ে গবেষণা করছে এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ফাংশনাল ফুড ইতোমধ্যেই উন্নত বিশ্বে বেশ জনপ্রিয়তা লাভ করছে।

 

এসব ফাংশনাল ফুড নানাবিধ নন-কমিউনিকেবল ডিজিজ মোকাবেলায় বেশ কার্যকর সহায়ক ভূমিকা রাখছে। সেই ভাবনা থেকে অর্গানিক নিউট্রিশন লি. বাংলাদেশে ফাংশনাল ফুড নিয়ে গবেষণা শুরু করে এবং ইতোমধ্যে বেশ কিছু ফাংশনাল ফুড উৎপাদন ও বাজারজাত করছে, যা বিভিন্ন রোগ নিরাময় ও প্রতিকারে কার্যকর সহায়ক ভূমিকা রাখছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ