<p>জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরীর নেতৃত্বে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দখলকৃত হল উদ্ধার আন্দোলনে নামবে শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য কাজ করবেন তাঁরা।</p> <p>সোমবার (১২ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নুর নবী এসব কথা বলেন।</p> <p>শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নুর নবী বলেন, ‘ট্রেজারার মহোদয়ের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১০টায় হল উদ্ধার কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যেই ট্রেজারার শিক্ষার্থীদের ১৩ দফা দাবি শুনেছেন, মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।’ </p> <p>শিক্ষার্থীদের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে-  ভিসি, প্রক্টরসহ সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট ও ছাত্রকল্যাণ দপ্তরের প্রধান এবং রেজিস্ট্রারকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ; ক্যাম্পাসের ভেতরে লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা; মেধার ভিত্তিতে হলের সিট বরাদ্দ করা; ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নত করা; নারী শিক্ষার্থীদের কমন রুমের মান উন্নত করা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা; আহত শিক্ষার্থীদের চিকিত্সার সার্বিক খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহন করা; দ্রুত দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ; পোষ্য কোটা বাতিল এবং রাজনৈতিক নিয়োগ-বাণিজ্য চিরতরে বন্ধ করা; ছাত্রলীগের পদধারী থাকার সুবাদে যারা ক্যাম্পাসে চাকরি পেয়েছে এবং যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, শহীদ ও আহতদের ঠাট্টা টিটকারি করেছে, তাদের আগামী দুইদিনের মধ্যে চাকরি থেকে অব্যহতি নেওয়া প্রভৃতি।</p>