<p>‘আমারে চিনস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসমন্বয়ক।’ এই পরিচয় দিয়ে রাজধানীতে একটি বাসের মধ্যে হেলপারকে চড় মারতে দেখা যায় এক যুবককে। এমনি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।</p> <p>এক মিনিট সাত সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে,  যুবকটি হেলপারকে বেশ কয়েকবার থাপ্পড় দিয়েছেন। তা ছাড়া পুরোটা সময় ওই যুবক মারমুখী অবস্থায় ছিলেন। এ সময় তিনি নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরন সহসমন্বয়ক পরিচয় দেন।</p> <p>খোঁজ নিয়ে জানা গেছে, হেলপারকে মারধর করা ওই যুবকের নাম মেহেদী হাসান শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী। শেখ হাসিনা সরকার পতনের আগে শাকিল ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।</p> <p>এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনো সহসমন্বয়ক পদ ছিল না। সমন্বয়কদের তালিকায়ও তোয়েফ শাকিলের নাম পাওয়া যায়নি।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়া নূর নবী বলেন, ‘সহসমন্বয়ক বলতে আমাদের এখানে কোনো পদ ছিল না। অসৎ উদ্দেশ্যে মারধরের সময় সে (শাকিল) আমাদের ব্যানারটি ব্যবহার করেছে।’ </p>