<p>কবি নজরুল সরকারি কলেজের ৫১তম অধ্যক্ষ হলেন অধ্যাপক মোহম্মদ হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অধ্যক্ষর কার্যালয়ে নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের উপাধ্যক্ষ মো. ছালেহ আহমেদ ফকিরসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। </p> <p>১১ আগস্ট সাবেক অধ্যক্ষ আমেনা বেগম শিক্ষার্থীদের জোরালো আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর দীর্ঘ এক মাস উপাধ্যক্ষ ছালেহ আহমেদ ফকির প্রশাসনিক দায়িত্ব পালন করেন। আজ নতুন অধ্যক্ষ হিসেবে হাবিবুর রহমান দায়িত্ব নেন। এর আগে তিনি ইডেন মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।</p> <p>শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে কলেজ ক্যাম্পাসকে এগিয়ে নেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, ‘আমেনা বেগমের পুনরাবৃত্তি চাই না। নতুন অধ্যক্ষ আমাদের ক্যাম্পাসকে নতুনভাবে সাজাবেন, এটাই আমাদের চাওয়া। কলেজে সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা চলমান থাকতে অধ্যক্ষকে ব্যবস্থা নিতে হবে।’ </p> <p>এ সময় নবনিযুক্ত অধ্যক্ষ মোহম্মদ হাবিবুর রহমান বলেন, কলেজের সার্বিক কাঠামোগত উন্নয়ন ও সংস্কারে কলেজের সব শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ ছাড়া একাডেমিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।</p>