<p>বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী শামসুন্নাহার। শুক্রবার (৪ অক্টোবর) ববি উপাচার্যসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ২২ সেপ্টেম্বর কুড়িগ্রামের উলিপুর থানায় স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন শামসুন্নাহার।</p> <p>শামসুন্নাহার জানান, তিনি জাহাঙ্গীর কবিরের দ্বিতীয় স্ত্রী। ২০২১ সালের ২৬ আগস্ট জাহাঙ্গীরের সঙ্গে তার বিয়ে হয়। পরে তিনি জানতে পারেন, তার আগে স্ত্রী ছিল। তাই বিয়ের ২০ দিন পরই তাদের বিচ্ছেদ হয়। পরে তৃতীয় বিয়ে করেন জাহাঙ্গীর। </p> <p>শামসুন্নাহারের অভিযোগ, এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়ায় জাহাঙ্গীর। বিয়ের পরও এ সম্পর্ক বজায় রাখেন তিনি। এটা জানাজানি হলে তাকে নির্যাতন শুরু করে জাহাঙ্গীর। এক পর্যায়ে অসুস্থ হলে শামসুন্নাহারকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন তিনি। কিছুদিন পর জাহঙ্গীর পরকীয়া প্রেমিকাকে বিয়ে করেন। ওই নারী তার প্রথম স্বামীকে তালাক দেয়নি। </p> <p>অভিযোগের বিষয়ে সহকারী অধ্যাপক জাহাঙ্গীর কবির সাংবাদিকদের জানান, বিয়ের পর জানতে পারেন, শামসুন্নাহারের আগে বিয়ে হয়েছিল। এটা জানার পর শামসুন্নাহারকে দুই বছর আগে তালাক দেন জাহাঙ্গীর।</p> <p>কারো স্ত্রীকে বিয়ে করেননি বলে তিনি বলেন, তাকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ এনে সামাজিক মর্যাদা নষ্ট করছেন শামসুন্নাহার। </p> <p>ববির এক কর্মকর্তা জানান, জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তার স্ত্রী দাবি করা এক নারীর অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ডাকযোগে পাঠানো হয়েছে। বিষয়টি পারিবারিক হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ বিষয়ে করণীয় কিছু নেই।</p>