<p style="text-align:justify">ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিভাগগুলোর নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। তবে, ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ে এখনও ১০৩টি আসন ফাঁকা রয়েছে।</p> <p style="text-align:justify">শনিবার (২ নভেম্বর) নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন তারা।</p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিংমুক্ত রাখার জন্য জিরো টলারেন্স নীতি থাকবে। মাইকিং করে র‌্যাগিং-বিরোধী প্রচার-প্রচারণা চালানো হয়েছে। কারো বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তার ছাত্রত্বও বাতিল হতে পারে।</p> <p style="text-align:justify">এদিকে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৮টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগে মোট আসনসংখ্যা ছিল ২ হাজার ৩৭০টি। এর মধ্যে ২ হাজার ২৬৭ শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন। বর্তমানে ১০৩টি আসন ফাঁকা আছে। যার মধ্যে ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ২৫টি, ‘বি’ অনুষদভুক্ত কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে ৪৫টি এবং ‘সি’ ইউনিটভুক্ত ব্যবসায় প্রশাসন অনুষদে ৩৩টি আসন ফাঁকা আছে।</p> <p style="text-align:justify">শূন্য আসনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘শূন্য আসনের বিষয়ে ভর্তি কমিটির মিটিং হয়েছে। গুচ্ছ ভর্তি কমিটির নির্দেশনা পেলে পরবর্তীতে আসনগুলো পূরণ হবে।’</p>