<p>গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) তিন দিনব্যাপী ‘রিসেন্ট ইনোভেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (আইআইসিএএসডি) বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ এই সম্মেলন আয়োজন করে। </p> <p>এই সম্মেলন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আবু তৈয়ব। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শওকত ওসমান। </p> <p>অনুষ্ঠানের স্পিকার ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইউওয়া তাকাহাসি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আইনুন নিশাত, ইউনিভার্সিটি অব টেকনোলজি ব্রুনাইয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান।  </p> <p>বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রাক্কালে ও পঞ্চম শিল্প বিপ্লব আবির্ভাবের সময় এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন থেকে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের প্লাটফর্ম তৈরির মাধ্যমে বাংলাদেশে একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে একাডেমিয়া, শিল্প উদ্যোক্তা, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রেরণা যোগাবে।  </p> <p>অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক এবং শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ-বিদেশের শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকগণ অংশগ্রহণ করেন।</p>