<p>‘নেতৃত্ব ও রাজনৈতিক-অর্থনৈতিক উন্নয়ন : শেখ হাসিনা ও বাংলাদেশ’ শীর্ষক একটি গবেষণা সম্পন্ন করেছেন মো. আব্দুল্লাহ আল মামুন। তা নিয়ে আগামী সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতি সেমিনারটির একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়।</p> <p>জানা যায়, রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ারা বেগমের তত্ত্বাবধানে একই বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এমফিল গবেষক মো. আব্দুল্লাহ আল মামুন গবেষণাটি সম্পন্ন করেছেন। আগামী রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাজনীতিবিজ্ঞান বিভাগের ২০৬ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। </p> <p>গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে গণহত্যায় অভিযুক্ত ও শতাধিক মামলার আসামি শেখ হাসিনাকে নিয়ে সেমিনার আয়োজন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। শেখ হাসিনার উন্নয়ন প্রসঙ্গে তত্ত্বাবধায়ক ড. আনোয়ারা বেগম বলেন, এখানে শেখ হাসিনার গুণগান বা প্রশংসা করার জন্য এই সেমিনারের আয়োজন করা হচ্ছে না। এটা মূলত একটি এমফিল গবেষণা। গত চার বছর ধরে আমার তত্ত্বাবধানে আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষার্থী এর ওপর গবেষণা করেছে। সে দীর্ঘদিন ধরে এটা নিয়ে পরিশ্রম করছে। তার গবেষণা শেষ পর্যায়ে রয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থী গবেষণার পর সেমিনার আয়োজন করতে পারে।</p> <p>রাজনীতিবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মাহফুজুল হক বলেন, এমফিল ও পিএইচডির বিষয়গুলো সাধারণত গবেষণার সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক দেখে থাকেন। এ বিষয়ে তিনিই একমাত্র বলতে পারবেন কেন গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন টপিকের ওপর সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।</p>