<p>বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লক সংলগ্ন ইংলিশ মিডিয়াম স্কুল গ্রীন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা। </p> <p>শনিবার (৯ নভেম্বর) স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলি প্রদর্শিত হয়। </p> <p>বিজ্ঞান মেলার উদ্বোধন করেন স্কুলের ভাইস-প্রিন্সিপাল আবদুল্লাহ আল মাসুদ। বিজ্ঞান মেলার সমন্বয়কারী ফাতেমা খাতুনের নেতৃত্বে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব শহরের মডেল, সৌরজগৎ, বায়োগ্যাস উৎপাদন, পানি পরিশোধন ব্যবস্থাসহ বিভিন্ন সৃজনশীল প্রকল্প প্রদর্শন করে। </p> <p>উদ্ভাবকরা জানায়, তাদের উদ্ভাবিত এই প্রকল্পগুলি বাস্তবায়ন হলে পরিবেশ রক্ষাসহ দেশ এগিয়ে যাবে। এজন্য তারা পৃষ্ঠপোষকতা চান।</p> <p>মেলায় অভিভাবক, শিক্ষক, বিচারক, দর্শকরা শিক্ষার্থীদের বৈজ্ঞানিক সৃজনশীলতা ও আগ্রহ দেখে মুগ্ধ হন। <br /> এরপর শ্রেষ্ঠ প্রকল্পগুলির উদ্ভাবকদেরকে পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয়। ‌</p> <p>গ্রীন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান এ সময় বলেন, বাংলাদেশকে ভবিষ্যতে আরো সমৃদ্ধশালী করতে উদ্ভাবনের বিকল্প নেই। এজন্য তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসতে হবে। তিনি স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। </p> <p>তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ধরে রাখতে আমরা ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব।</p>