<p>রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে নগরীর প্রেস ক্লাব মার্কেটের দোকানদারের হাতে লাঞ্ছিতের ঘটনাকে কেন্দ্র করে জাহাজ কম্পানি ও মডার্ন মোড় যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ঘটনার সূত্রপাত হয় মোবাইল কেনাবেচাকে কেন্দ্র করে।</p> <p>শিক্ষার্থীদের দাবি সহকর্মীদের মারধরের অভিযোগ প্রেস ক্লাব মার্কেটের কয়েকজন কর্মচারী বিরুদ্ধে ।এ ঘটনায় দ্রুত দোষী দোকানদারদের গ্রেপ্তার করতে হবে।</p> <p>বেরোবির প্রায় শতাধিক  শিক্ষার্থী খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে নগরীতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।</p> <p>এ সময় শিক্ষার্থী সহিদ, আরমান, আবির জানান বিচার না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না। তবে মোবাইল কেনাবেচাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।</p> <p>পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনীর তিন প্লাটুন সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত রাস্তা অবরোধ চলছে। এ ঘটনায় যতক্ষণ পর্যন্ত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা না হয় ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বে না। এ ঘটনায় বিক্ষোভ মিছিল ও স্লোগান দেয় শিক্ষার্থীরা।</p>