<p style="text-align:justify">কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪। প্রত্নতত্ত্ব বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট।</p> <p style="text-align:justify">বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।</p> <p style="text-align:justify">উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল‚ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">এ সময় উপাচার্য ড. হায়দার আলী বলেন‚ ‘আব্দুল কাইয়ুমের নামে এই আন্ত বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট করায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে জুলাই বিপ্লবকে স্মরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি, শিক্ষার্থীরা ধৈর্য এবং শৃঙ্খলার সঙ্গে খেলাধুলা করবে।’</p> <p style="text-align:justify">উদ্বোধনী ম্যাচে সিএসই বিভাগকে ৩-২ ব্যাবধানে হারিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। পরবর্তীতে আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে নৃবিজ্ঞান বিভাগকে ৩-০ গোলে হারিয়েছে লোক প্রশাসন বিভাগ এবং দিনের তৃতীয় এবং সর্বশেষ বাংলা বিভাগ বনাম অর্থনীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।</p> <p style="text-align:justify">১৯টি বিভাগ চারটি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে পরস্পরের মোকাবেলা করবে। শেষে নকআউট এবং সেমিফাইনাল বাধা পেরিয়ে ৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্টের।</p>