<p style="text-align:justify">কওমি মাদরাসার পাঠ্যক্রম সরকারের নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, ‘মাদরাসাগুলোতে তারা যে পাঠ্যক্রম পড়াচ্ছে বা কী করছে তা কিন্তু সরকার হিসেবে আমাদের তত্ত্বাবধানে নয়। আমরা ঠিক জানি না তারা কী পড়াচ্ছে। সে ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণও নেই অনেক ক্ষেত্রে।’</p> <p style="text-align:justify">গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নেপ ও ইইউর গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">নাগরিকদের শিক্ষিত করে গড়ে তোলা ও সর্বজনীন করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা প্রধান মন্তব্য করে তিনি বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রয়েছে প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্কুলের অবকাঠামো, সেখানে গ্র্যাজুয়েট শিক্ষক রয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, সেসব শিক্ষক ভবিষ্যৎ নাগরিকদের যোগ্য করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।’</p> <p style="text-align:justify">প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে পর্যায়ক্রমে খাবার বিতরণ কর্মসূচি চালু করার কথাও জানান বিধান রঞ্জন।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘স্কুলগুলোকে সুন্দর ও আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে, যাতে বাচ্চারা আনন্দের সঙ্গে লেখাপড়া করতে পারে।’ মাতৃভাষাকে শিক্ষার প্রধান মাধ্যম উল্লেখ করে অন্য ভাষায়ও দক্ষতা অর্জনের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘তা না হলে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারব না।’</p>