<p>চলমান পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৬টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শুক্রবার (১৫ নভেম্বর) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইব্রাহীম আলী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।</p> <p>বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়ে বলা বিষয়গুলো হলো- বিশ্ববিদ্যালয়ের অবশিষ্ট ভূমি অধিগ্রহণ দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে মানসম্পন্ন অবকাঠামো নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা; অতি দ্রুত প্রকল্প পরিচালক পদে সৎ ও দক্ষ ব্যক্তিকে নিয়োগ প্রদান ও দায়িত্ব নিশ্চিত করা, একই সঙ্গে চলমান প্রকল্পের কাজে দুর্নীতি বিষয়ে তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা; অবকাঠামোগত উন্নয়নের পরবর্তী পর্যায় দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনীর মাধ্যমে কার্যক্রম সম্পাদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা; শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বাসা ভাড়া নিয়ে হল হিসেবে ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করা; বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেটের পরিমাণ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, এ ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বাজেটের পর্যাপ্ততা নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের অন্তর্ভুক্তকরণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।</p> <p>বিবৃতিতে আরো বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন : ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের চলমান কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনাসভার সাম্প্রতিক সিদ্ধান্তসমূহ অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা এই অর্জনকে শিক্ষার্থীদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সফলতা হিসেবে স্বাগত জানাই।”</p>