<p>‘স্বাধীনতার ৫৩ বছরেও অর্থনৈতিকভাবে উন্নত না হওয়ার কারণ হলো দেশে যখনই কেউ নেতৃত্বে এসেছে, দেশ-জাতির কথা ভাবেনি। সে নিজের প্রতিপত্তির কথা ভেবেছে। যার ফলে দেশের সব সামর্থ্য থাকা সত্ত্বেও দেশের টাকা গুটিকয়েক মানুষের কাছে কুক্ষিগত থাকার ফলে উন্নয়ন আর সম্ভব হয়নি।’</p> <p>বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ২০২৩-২৪ বর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রগ্রামে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এমন মন্তব্য করেন। </p> <p>মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি রিসোর্টে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী সভাপতিত্বে নবীনবরণ প্রগ্রামটি অনুষ্ঠিত হয়। </p> <p>কোরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজন শুরুর পর লালমাই থিয়েটার ও সিন্দাবাদ শিল্পীগোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করে। এরপর নবীনদের মধ্য থেকে দুই শিক্ষার্থী বক্তব্য দেন। পরবর্তী সময়ে আমন্ত্রিত বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এবার প্রকাশ্যে এলেন কুবি ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732012179-c2c976d660517e07ad1fd4eea0f26da8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এবার প্রকাশ্যে এলেন কুবি ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/19/1448354" target="_blank"> </a></div> </div> <p>বিশেষ অতিথির বক্তব্যে ঢাবি শিবিরের সাধারণ সম্পাদক ফরহাদ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে এসে আমার প্রাথমিকভাবে যেটা মনে পড়ছে সেটা হলো, এরাই তারা, যারা ২৪-এর আন্দোলনের প্রথম পুলিশি হামলার শিকার হয়েছিল। আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রথম সেই হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। প্রতিরোধ করে সেদিনও ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল। সেই জায়গা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই নবীন শিক্ষার্থীদের সামনে কথা বলতে পারা আমার জন্য সৌভাগ্যের।’</p> <p>এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নোমান হোসাইন নয়ন, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইমরান আল-হাসান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মুহাম্মদ শফিউল্লাহসহ প্রমুখ।</p>