<p>জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের (৫৩ তম ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহতের ঘটনায় ডেপুটি রেজিস্ট্রারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২০ নভেম্বর) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।</p> <p>বরখাস্তকৃতদের মধ্যে রয়েছে এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুর রহমান বাবুল। তিনি স্থানীয় পাথালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গকুলনগর এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় ময়লার ব্যবসা, ইন্টারনেট ও ডিস ব্যবসা দখল নেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দা হওয়ায় প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন সময় টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিকশা চালানোর লাইসেন্স প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতার নামে নিজের লোক দিয়ে বিশ্ববিদ্যালয়ের গাছ কেটে বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে আবদুর রহমান বাবুলের বিরুদ্ধে।</p> <p>অভিযোগের বিষয়ে জানতে ডেপুটি রেজিস্ট্রার ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুর রহমান বাবুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732177705-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1449064" target="_blank"> </a></div> </div> <p>সাময়িক বরখাস্তকৃত অন্যরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক। দায়িত্বে অবহেলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।</p> <p>সাময়িক বরখাস্তের অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী (৫৩-তম ব্যাচ) আফসানা করিম গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবন সংলগ্ন এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ৩। (ক) ধারা অনুযায়ী দায়িত্ব অবহেলার অভিযোগে রেজিস্ট্রার অফিসের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট-১) মো. আবদুর রহমান, নিরাপত্তা শাখার নিরাপত্তা কর্মকর্তা মো. রাসেল মিয়া, নিরাপত্তা শাখার পরিদর্শক মো. আব্দুস ছালাম এবং ঘটনাস্থলে দায়িত্বরত সিনিয়র গার্ড গ্রেড-২ মো. মুনসুর রহমান প্রাং-কে বুধবার (২০ নভেম্বর) হতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ১০। ক. (২) ধারা অনুযায়ী চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।</p> <p>এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের মধ্যে ব্যাটারিচালিত রিকশা, ইজি বাইক, মোটরসাইকেল এবং অন্যান্য লাইসেন্সবিহীন যানবাহন নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="থানায় অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার শাহজাহান ওমর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732173812-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>থানায় অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার শাহজাহান ওমর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1449052" target="_blank"> </a></div> </div> <p>গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের (৫৩ তম ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রারি ক্যাম্পাসের নতুন কলা ভবনের সামনে  রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p>