<p style="text-align:justify">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩তম ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ঘাতক  রিকশা চালককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। </p> <p style="text-align:justify">আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। মিছিলটি বটতলা এলাকা ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সমাবেশ করেন শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">সমাবেশে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, ‘আমাদের দাবি ছিল ১১টি। কিন্তু সেই দাবিগুলোর মধ্যে কিছু কিছু দাবি রয়েছে যেগুলো প্রক্রিয়া শেষ হতে একটু বেশি সময় লাগবে। এজন্য আমরা রাচিকে ধাক্কা দেওয়া ঘাতক রিকশা চালককে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার এক দফা দাবিতে মশাল মিছিল করেছি।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকবার গিয়েছি। আমরা ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছিলাম। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত খুনিকে শনাক্ত করতে পারেনি। আমরা কালকে যখন উপাচার্যের কাছে গিয়েছিলাম, তখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। আমরা উপাচার্যের কাছে গিয়ে আমাদের দাবিগুলো উত্থাপনের পর তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করার ব্যবস্থা করেন। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘাতক রিকশা চালককে আইনের আওতায় না আনবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘তবে আমরা উপাচার্যকে দুই দিন সময় দিতে চাই। আমাদের দাবি মেনে না নেওয়া হলে আগামী রবিবার থেকে আমরা পুনরায় আমাদের কর্মসূচি জারি রাখব।’</p> <p style="text-align:justify">এ সময় মার্কেটিং বিভাগের আরেক শিক্ষার্থী জান্নাতুন নিসা মীম বলেন, ‘রাচির হত্যাকারীকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নেব না।’</p>