<p>রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সামনের থেকে তাকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ।</p> <p>গ্রেপ্তার ফিরোজ মাহমুদ ২০১৭-১৮ সেশনের সামাজিক বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী এবং শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়। তিনি সার্টিফিকেট উত্তোলনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন বলে জানা যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729238977-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/18/1436420" target="_blank"> </a></div> </div> <p>মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক কালের কণ্ঠকে বলেন, ১৬ জুলাই ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলার আসামি ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। সে মামলায় তাকে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলার বাদী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা আহসান হাবীব।</p>