<p>ভারতের আগরতলাস্থ বাংলাদেশ সহকারী-হাইকমিশনে হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।</p> <p>সোমবার (২ ডিসেম্বর) রাত ১১টায় চুয়েটের স্বাধীনতা চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে এই হামলার নিন্দা জানান।</p> <p>বিক্ষোভকারী শিক্ষার্থী চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওবায়দুল্লাহ আফজাল বলেন, সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর ও সেখানে কর্মরত নিরপরাধ বাংলাদেশি ভাইদের ওপর চড়াও হয় ভারতীয় দুষ্কৃতিকারীরা। এই ঘটনা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।</p> <p>৫ আগস্ট সরকার পতনের পর থেকেই ভারতীয়রা নানাভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার অপচেষ্টা চলমান রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ তারা বাংলাদেশ হাইকমিশনে আক্রমণ চালিয়ে চূড়ান্ত সীমালঙ্ঘন করেছে, আমি বলতে চাই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এই ঘটনার জন্য অবশ্যই জবাব দিতে হবে। এর সঙ্গে জড়িত উগ্রবাদী দোষীদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। </p> <p>তিনি আরো বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশি ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারত আমাদের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে মিথ্যা প্রোপাগাণ্ডা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। স্বাধীন বাংলায় ভারতীয় আগ্রাসন আমরা কোনোভাবেই মেনে নেব না। </p>