<p style="text-align:justify">জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক জোটের আয়োজনে হাসনাত-রাকিব মঞ্জুরসহ ১২ ছাত্রসংগঠনের নেতার উপস্থিতিতে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিজ্ঞান অনুষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির আয়োজক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর। </p> <p style="text-align:justify">সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাস্টিস ফর জুলাইয়ের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মীর ছিবগাতুল্লাহ তকি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি নুরুল বাশার আজিজী সহ অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।</p> <p style="text-align:justify">রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায় বলেন, দেশ তথা মাতৃভূমি সবার আগে। দেশে বিশৃঙ্খল পরিবেশ রুখে সকলের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। সকলকে একত্রিত হয়ে শান্তিপূর্ণ ও দেশের কল্যাণে নিজেদের ঐক্য গঠন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের এ আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে ও সুশৃঙ্খলার সহিত সম্পন্ন করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।</p> <p style="text-align:justify">এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক সুবর্ণ আসসাইফ বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের পরবর্তী বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন। তাই সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের এই উদ্যোগ। আলোচনাসভাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।</p> <p style="text-align:justify">সার্বিক বিষয়ে অনুষ্ঠানের আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করতে আমাদের এই উদ্যোগ।</p> <p style="text-align:justify">জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের মধ্যে রয়েছে- সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি।</p>