<p style="text-align:justify">জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ বিষয়ে গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির সাথে ফাউন্ডেশনের এক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে সাক্ষর করেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ।</p> <p style="text-align:justify">চুক্তিপত্রে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০০ ছাত্রের জন্য মানসম্মত আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করবে। যেখানে থাকবে ১০০ কম্পিউটার বিশিষ্ট ল্যাব। এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সফট স্কিল বৃদ্ধি করবে। পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষার ওপর বিশেষ জোর দেয়া হবে। আর ছাত্রদের আবাসিক ভবন থেকে একাডেমিক ভবনে পরিবহনের ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।</p> <p style="text-align:justify">চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র হল-১ এর প্রভোস্ট মুহম্মদ আসাদুজ্জামান সাদী, অধ্যাপক ড. মোঃ রইছ উদ্ দিন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আরিফুর রহমান প্রমুখ।</p> <p style="text-align:justify">চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেন, আধুনিক শিক্ষার প্রসার ও পৃষ্ঠপোষকতায় চার্চগুলোর ভূমিকা থাকলেও আধুনিক শিক্ষাখাতে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের এধরনের উদ্যোগ এবারই প্রথম এবং যুগান্তকারী। এ জন্য তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।</p> <p style="text-align:justify">শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্যে বলেন, প্রথম পর্যায়ে ৭০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করলেও ধাপে ধাপে কয়েক হাজারে উন্নীত করার স্বপ্নও আমরা দেখছি, যার অধীনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও থাকবে। শুরুতে আমরা শুধু ছেলে শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করলেও শিগগিরই মেয়েদের জন্যও আবাসনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কারণ, মেয়েদের অভিভাবকগণ এ বিষয়ে তুলনামূলক বেশি দুশ্চিন্তায় থাকেন। </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, আমাদের এই আবাসন-উদ্যোগ ধর্মবর্ণ সব ধরনের শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত থাকবে। এক্ষেত্রে বিত্তবানদের আর্থিক সহযোগিতার প্রয়োজন হবে।</p> <p style="text-align:justify">আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ বলেন, এই আবাসনের শিক্ষার্থীদের জন্য এরকম ইংরেজি ভাষা শিক্ষা কোর্সের ব্যবস্থা করতে চাই, যেন এক বছরের মধ্যে তারা আইলটসে ৭+ স্কোর করতে পারেন। আবাসনের এই কার্যক্রম ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু হবে। </p> <p style="text-align:justify">অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, ছাত্র কল্যাণ পরিচালক, জনসংযোগ দপ্তর পরিচালক, শিক্ষার্থীদের সমস্যার সমন্বয়ে কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র অধ্যাপক বৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী, ছাত্র প্রতিনিধি ও শিক্ষার্থী বৃন্দ, সাংবাদিক ও গণমাধ্যম কর্মী।</p>