<p>রাঙ্গামাটির ঐতিহ্যবাহী কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের রুবি জয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজন করেছে প্রাক্তন শিক্ষার্থীরা। ৪০ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের ১ম রিইউনিয়ন হবে ১০ ও ১১ জানুয়ারি ২০২৫। </p> <p>দুই দিনব্যাপী আয়োজনের মধ্যে আছে, সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা, শপথ, অ্যাসেম্বেলি, স্কুলজীবনের স্মৃতিচারণ, আলোচনা সভা, শিক্ষকদের সম্মাননা, ব্যান্ড ও বাউল শিল্পীদের গান, লাকী কুপন ড্র, পুরস্কার বিতরণ।</p> <p>এই আয়োজনের কার্য নির্বাহী কমিটির যুগ্ম আহব্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, 'আমরা বড় ধরনের আয়োজন করেছি। প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা যাতে স্মরণীয় ও আনন্দমুখর হয়ে ওঠে, সেটাই আমাদের লক্ষ্য।'</p> <p>তিনি আরো বলেন, 'কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে যারা পড়াশোনা করতো, তাদের বেশিরভাগই বাবার চাকরির সুবাদে কাপ্তাইয়ে অবস্থানকালে এখানে পড়াশোনা করেছে। তাই প্রাক্তন শিক্ষার্থীদের প্রায় সবাই কাপ্তাইয়ের বাইরে। এসএসসির পর হয়তো ব্যাচমেটদের অনেকেরই একজনের সঙ্গে আরেকজনের সামনাসামনি দেখা হয়নি। তাই আমাদের এই রিইউনিয়ন অন্যসব রিইউনিয়নের মতো না। কাপ্তাইয়ের বাইরে থেকে যারা আসবে, তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছে।'</p> <p>উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় কাপ্তাই উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এই প্রথমবারের মতো রিইউনিয়নের আয়োজন করা হয়েছে।</p>