<p>পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্সরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।</p> <p>দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সভাপতিত্বে ও পবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মারসিফুল আলম রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহসিন হোসেন খান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক জামাল হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ, পবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা, সহযোগী অধ্যাপক মমিন উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের দুমকী উপজেলা প্রতিনিধি স্বপন কুমার দাস, স্থানীয় সাংবাদিক জাকির হোসেন, পবিপ্রবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক জান্নাতীন নাইম জীবন, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিনসহ অন্যান্য সদস্য।</p> <p>বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল হোসেন বলেন, সংবাদমাধ্যম একটি সমাজের কণ্ঠস্বর। বিগত বছরগুলোতে এই কণ্ঠস্বর চেপে ধরা হয়েছিল, কিন্তু এর মধ্যে কালের কণ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রেখেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রতিষ্ঠাবার্ষিকীতে কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736490072-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রতিষ্ঠাবার্ষিকীতে কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/10/1467109" target="_blank"> </a></div> </div> <p>সভাপতির বক্তব্যে সাব্বির হোসেন কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান ও মুক্ত গণমাধ্যম সম্পর্কে কালের কণ্ঠের অগ্রণী ভূমিকা তুলে ধরেন।</p> <p>প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, একজন সাংবাদিকের উচিত সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা এবং সব সময় পক্ষপাতহীন আচরণ করা। </p> <p>তিনি ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালের কণ্ঠকে অভিনন্দন জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রতিনিধিদের আগমনে মুখরিত কালের কণ্ঠের প্রধান কার্যালয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736483216-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রতিনিধিদের আগমনে মুখরিত কালের কণ্ঠের প্রধান কার্যালয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2025/01/10/1467089" target="_blank"> </a></div> </div> <p>উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অন্যান্য আগত অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যরা।</p>