<p style="text-align:justify">৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পদার্পণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। রবিবার (১২ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে ক্যাম্পাস বর্ণিলভাবে সাজানো হয়েছে। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা।</p> <p style="text-align:justify">পরে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। এতে অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আড্ডা-আনন্দে স্মৃতিচারণায় মেতে ওঠেন সবাই। বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তারা। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের জন্য দোয়া করা হয়।</p> <p style="text-align:justify">এ সময় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা যা পরিবর্তন করা প্রয়োজন তা করতে আমি অঙ্গীকারবদ্ধ। আমি যদি পরিবর্তন করতে না পারি তাহলে আমার এই পদে থাকা উচিত নয়।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আমি এই পথযাত্রায় সবার সহযোগিতা চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোটা বাংলাদেশে অবদান রাখছে। আমরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’</p> <p style="text-align:justify">১৯৭০-৭১ শিক্ষাবর্ষে অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান- এই চার বিভাগে ১৫০ জন শিক্ষার্থী নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমানে ৬টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগে অধ্যায়ন করছেন ১৪ হাজারের বেশি শিক্ষার্থী।</p> <p style="text-align:justify">১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন।</p> <p style="text-align:justify">বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক মফিজ উদ্দিন আহমদ প্রথম উপাচার্য হিসেবে এ বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সাল থেকে ১২ জানুয়ারিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হচ্ছে।</p>