<p>বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হল থেকে তিন বস্তা ফুল চুরির অভিযোগে ৩ শিক্ষার্থী শাস্তির মুখে পড়েছেন। চুরি করা ফুলগুলো বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের পেছনে অবস্থিত ‘ভক্তি কুটির ইসকন মন্দিরে’ পুষ্পাঅভিষেক পূজার জন্য ব্যবহার করা হয়।</p> <p>সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে হল প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম ইসকন মন্দিরে সরেজমিন গিয়ে হলের ফুল শনাক্ত করেন। এ সময় তিনি একজন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেন এবং প্রক্টর অফিসে নিয়ে যান।</p> <p>পরে বাকি দুই অভিযুক্ত শিক্ষার্থীকে প্রক্টর অফিসে ডেকে আনা হয়। অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং পরবর্তীতে এ ধরণের অপরাধ না করার অঙ্গীকার করেন।</p> <p>এ বিষয়ে শহীদ নাজমুল আহসান হল প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম বলেন, সকালে হলের গার্ডরা ফুল চুরির ঘটনা আমাকে জানায়। পরে খোঁজ নিতে গিয়ে ইসকন মন্দিরে চুরি করা ফুল সনাক্ত করি। সেখান থেকে একজন শিক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে আসি। চুরির সঙ্গে জড়িত শিক্ষার্থীরা হলের বাগান থেকে তিন বস্তা ফুল নিয়ে যায় এবং তা মন্দিরের পূজার কাজে ব্যবহার করে। একটি ধর্মীয় অনুষ্ঠান চুরি করা জিনিস দিয়ে করা যায় না।</p> <p>এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির ৭নং ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ নাজমুল আহসান হলের একজন শিক্ষার্থীকে জরিমানা করা হয়। শহীদ শামসুল হক হলের অপর দুই শিক্ষার্থীর ছাত্রত্ব না থাকায় তাদের হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।</p> <p>শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল বলেন, আমার হলের দুই শিক্ষার্থী জড়িত থাকায় তাৎক্ষণিক তাদের রুম তালাবদ্ধ করা হয়েছে এবং হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নির্বাচনের দাবি নিয়ে নতুন সিদ্ধান্ত, মাঠে নামার সময় জানাল বিএনপি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736827464-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নির্বাচনের দাবি নিয়ে নতুন সিদ্ধান্ত, মাঠে নামার সময় জানাল বিএনপি</p> </div> </div> </div> </div> </div> <p>বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ধর্মীয় প্রার্থনা চুরি করা জিনিস দিয়ে হতে পারে না। অভিযুক্তরা পরিণত বয়সের শিক্ষার্থী। এটি ক্ষমার অযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</p>