<p style="text-align:justify">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।</p> <p style="text-align:justify">এ উপলক্ষে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ‘তোমার অসীম মুখশ্রীর পূর্ণিমা শূন্যে আভাময়’ শিরোনামে দিনব্যাপী নানা কর্মসূচি ছিল।</p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন সেলিম আল দীন। প্রতিষ্ঠাকালীন সভাপতিও তিনি। সেই বিভাগের উদ্যোগেই বছর বছর নেওয়া হয় এসব আয়োজন।</p> <p style="text-align:justify">সকাল ১০টায় স্মরণযাত্রার আয়োজন করা হয়। যা পুরাতন কলাভবন থেকে কেন্দ্রীয় মসজিদের পাশে নাট্যাচার্যের সমাধিস্থল পর্যন্ত যায়।</p> <p style="text-align:justify">স্মরণযাত্রার উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বাংলা নাটকে ঐতিহ্যনির্ভর আধুনিকতার ধারায় সেলিম আল দীনের অবদান অবিস্মরণীয়। বাংলার দর্শনের শিকড়ের সন্ধান করতে গেলে, ঐতিহ্যের সন্ধান করতে গেলে আধুনিক বাংলায় যে মানুষগুলোকে খুঁজে পাওয়া পাওয়া যায় সেলিম আল দীন তাদের মধ্যে নেতৃত্বস্থানীয়।’</p> <p style="text-align:justify">উপাচার্য বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে নিজেরা পরিচিত হই। আর সেলিম আল দীনের নাম যখন আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তখন সম্মানিত হয়। ড. সেলিম আল দীন তার সৃষ্টির মধ্যে দিয়ে অমর হয়ে থাকবেন।’</p> <p style="text-align:justify">উদ্বোধনী অনুষ্ঠানের পর স্মরণযাত্রায় উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফাহমিদা আক্তারসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, নাট্যশিল্পীরা অংশ নেন।</p> <p style="text-align:justify">সকাল থেকেই সেলিম আল দীনের সমাধিস্থলে ভক্ত ও সাংস্কৃতিক কর্মীরা জড়ো হতে থাকেন। একে একে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, জাহাঙ্গীরনগর থিয়েটার, ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা।</p> <p style="text-align:justify">দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল সকাল সাড়ে ১১টায় আলোকচিত্র প্রদর্শনী, ১১টা ৪০ মিনিটে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর সাড়ে ১২টায় স্বপ্নীল সোহেলের পরিবেশনায় ভেন্ট্রিলোকুইজম এবং ১টায় ছিল ‘যেমন খুশি তেমন করো’ পরিবেশনা।</p> <p style="text-align:justify">বিকেল ৩টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সেটল্যাবে সেলিম আল দীনের ‘নাটক : প্রসঙ্গ ভাষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটক ধাবমান পরিবেশিত হবে। </p> <p style="text-align:justify">সেলিম আল দীনের জন্ম ১৯৪৯ সালের ১৮ আগস্ট, ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকজয়ী এই নাট্যকার ২০০৮ সালের ১৪ জানুয়ারি ঢাকায় মারা যান।</p> <p style="text-align:justify">সেলিম আল দীন সেনেরখিলের মঙ্গলকান্দি মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক পাস করেন ১৯৬৪ সালে। উচ্চ মাধ্যমিক পাস করেন ১৯৬৬ সালে ফেনী কলেজ থেকে। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষের পর তিনি ঢাবি ছেড়ে দেন। টাঙ্গাইলের সাদত কলেজ থেকে স্নাতক শেষ করে ঢাবি থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেন।</p> <p style="text-align:justify">১৯৯৫ সালে জাবি থেকে পিএইচডি ডিগ্রি পান। ১৯৭৪ সালে জাবির বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।</p>