<p>২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিক্যাল (এমবিবিএস) ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টার এ পরীক্ষা দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। </p> <p>এদিকে পরীক্ষায় অংশগ্রহণকারীদের সকাল সাড়ে ৯টার আগেই কেন্দ্রে প্রবেশ করাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আলোচনায় পিনাকীর নতুন বই, অভিনন্দন জানালেন আসিফ নজরুল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737023565-d515dc95be25e9e1402d10e15171dc23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আলোচনায় পিনাকীর নতুন বই, অভিনন্দন জানালেন আসিফ নজরুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/16/1469331" target="_blank"> </a></div> </div> <p>অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্র/ভেন্যুর গেট খুলবে সকাল ৮টায়। পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না; পরীক্ষার্থীরা প্রবেশপত্র ও কালো রঙের বলপয়েন্ট কলম ছাড়া অন্য কিছু আনতে পারবেন না।</p> <p>পরীক্ষার্থী, ইনভিজিলেটর ও ভেন্যুর কর্মকর্তা-কর্মচারীরা মন্ত্রণালয়/অধিদপ্তরের কর্মকর্তারা কোনোভাবেই মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, ব্লুটুথ, এয়ারফোন, ইত্যাদি বহন করবেন না। ভর্তি পরীক্ষার হলে ভর্তি পরীক্ষাসংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।</p> <p>জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। পক্ষান্তরে কোটাসহ মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। সে ক্ষেত্রে এবার প্রতিটি আসনের জন্য ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন ২৫ জন ভর্তীচ্ছু শিক্ষার্থী।</p> <p>দেশে মোট মেডিক্যাল কলেজের সংখ্যা ১১০টি। এর মধ্যে সরকারি ৩৭টি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিক্যাল কলেজ রয়েছে। সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকায় থাকা শিক্ষার্থীরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে আহত ৭ জন ঢামেকে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737022887-bb77950e43caee6ba8a9fb9536e72a40.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে আহত ৭ জন ঢামেকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2025/01/16/1469326" target="_blank"> </a></div> </div> <p>বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত মেডিক্যাল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ আগেই প্রকাশ করেছে। এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দুই ভাবে নম্বর কাটার কথা বলা হয়েছে। এবারও পাস নম্বর ৪০।</p>