এক যুগ পর চালু হলো কারমাইকেল কলেজের ক্যান্টিন

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
এক যুগ পর চালু হলো কারমাইকেল কলেজের ক্যান্টিন
ছবি : কালের কণ্ঠ

দীর্ঘ এক যুগ পর চালু হলো রংপুরের কারমাইকেল কলেজের ক্যান্টিন। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে ক্যান্টিন উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ বলেন, আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের আধিপত্য নিয়ে ক্যান্টিনটি বন্ধ হয়ে যায়।

এরপর শিক্ষার্থীরা বিপাকে পড়েন। কিন্তু ছাত্রলীগের বাধার কারণে চালু করা যায়নি।

তিনি আরো বলেন, গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে ক্যান্টিনটি চালু করার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ক্যান্টিনটি চালু করা হলো।

এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবেন। ক্যান্টিনটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে কলেজ ক্যাফেটারিয়া।

মন্তব্য

সম্পর্কিত খবর

অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা

অনশন প্রত্যাহার করলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে।

মো. মামুন অর রশিদ জানান, অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। 

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক লোক আহত হন।

পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ১৩ এপ্রিল বিকেল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

গত ১৪ এপ্রিল সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

এসব ঘটনায় কুয়েট উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে ২২ এপ্রিল বিকেল থেকে আমরণ অনশনে বসেছিলেন ২৯ শিক্ষার্থী। বুধবার শিক্ষা উপদেষ্টা গিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভিসির পদত্যাগের আলটিমেটাম দেন। তবে কুয়েট ভিসি বলেছিলেন, সরকার তাকে না সরালে নিজে থেকে পদ ছাড়বেন না।

শেষ পর্যন্ত সরকার-ই তাকে ভিসির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

মন্তব্য

রেজিস্টারের পদত্যাগ চেয়ে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
রেজিস্টারের পদত্যাগ চেয়ে জবিতে বিক্ষোভ

শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের পদত্যাগ চেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে বিক্ষোভ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা ‘রেজিস্টারের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘দালালদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘এক দুই তিন চার, রেজিস্টার গদি ছাড়’, ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে রেজিস্টারের আচরণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে শিক্ষার্থীরা।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তাকরিম আহমেদ ফেসবুক পোস্টে লিখেছেন, জবির রেজিস্ট্রাররের পদত্যাগ চাই। এরকম আচরণের একজন মানুষ কীভাবে প্রশাসনে আছে, বুঝে পাই না। শিক্ষক নামেরও কলঙ্ক। সবসময় শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করে আসছে।
এরকম একজনকে আমাদের গার্ডিয়ান হিসেবে চাই না।

তিনি লিখেছেন, বিশ্ববিদ্যালয় দিবসের প্রগ্রামকে ঘিরে জবি রেজিস্ট্রার গিয়াস উদ্দিন সাহেব সর্বপ্রথম খারাপ আচরণটা আমার সঙ্গেই করেছিল ভিসি স্যারের কনফারেন্স রুমে। একের পর এক অনেকের সঙ্গে তার খারাপ আচরণের কথা শুনেছি। এইভাবে আর হতে দেওয়া যায় না।

অবিলম্বে উনাকে এই রকম দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক। উনি একজন বদ্ধ উম্মাদ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের গ্যারেজ থেকে বিগত কয়েকদিন যাবৎ সাইকেল চুরির ঘটনায় ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন বরাবর লিখিত অভিযোগ দিতে গেলে তিনি জবি ছাত্র ফ্রন্ট সভাপতি ইভান তাহসীবসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তার আচরণের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।

মন্তব্য

কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু
সংগৃহীত ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে।

অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্তব্য

অনশন কর্মসূচি স্থগিত করে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা গণতান্ত্রিক ছাত্র সংসদের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
অনশন কর্মসূচি স্থগিত করে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা গণতান্ত্রিক ছাত্র সংসদের
ছবি: কালের কণ্ঠ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গত মঙ্গলবার রাত থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) রাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুনের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়।

এর আগে বুধবার রাত ৯টার দিকে অনশনরত গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। এসময় তিনি অনশনরতদের তাদের অনশন ভাঙতে অনুরোধ করেন।

তিনি অনশনরত শিক্ষার্থীদের নিজেদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন। 

ঢাবি প্রক্টরের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিজেদের মধ্যে আলোচনা করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। এর কিছু সময় পরেই জরুরি বিজ্ঞপ্তি দিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেন তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি মুহূর্তে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এবং ভিসি মাসুদ প্রকাশ্যে পদত্যাগ না করার ঘোষণা দেওয়ার পরেও তার বিরুদ্ধে সরকার কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি।

এতে বলা হয়, গত ৫২ ঘণ্টায় অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ করেছে শিক্ষার্থীদের জীবন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বরং তাদের গদিই তাদের কাছে গুরুত্বপূর্ণ। অতএব, আমরা আমাদের জীবন বিপন্ন না করে তাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত গদিকে চ্যালেঞ্জ করব।

এই পরিস্থিতিতে কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে এবং দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় শিক্ষা মন্ত্রণালয় বরাবর মার্চ করার ঘোষণা করছি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ