<p>গত ৯ আগস্ট জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টাম্পাকো ফয়লস লিমিটেড এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।</p> <p>সাবেক স্বতন্ত্র সাংসদ ও টাম্পাকো গ্রুপ এর চেয়ারম্যান ড. সৈয়দ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল।</p> <p>নতুন কারখানা সম্পর্কে টাম্পাকো গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর জানান, গ্রিন ফ্যাক্টরি মডেল অনুসারে একটি আদর্শ ও পরিবেশবান্ধব কারখানা নির্মাণ করা হবে। প্রস্তাবিত এ কারখানার বাৎসরিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১৮ হাজার ৫০০ মেট্রিক টন আর বাংলাদেশে প্যাকেজিং খাতে এ কারখানাই হবে সর্বাধুনিক প্রযুক্তিযুক্ত এবং সর্বোচ্চ পণ্য উৎপাদন ক্ষমতাসম্পন্ন কারখানা। তিনি জানান, প্রস্তাবিত কারখানা থেকে বাৎসরিক প্রায় ১৫০ কোটি টাকা সরকারের রাজস্ব খাতে জমা হবে এবং এই কারখানায় প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ৫০০ জন লোকের আর পরোক্ষভাবে কর্মসংস্থান হবে ১০ হাজার মানুষের।</p> <p>টাম্পাকোর বিভিন্ন কার্যক্রম নিয়ে ভিডিওচিত্র, দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের বক্তব্য নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন এবং দুর্ঘটনায় নিহত টাম্পাকোর শ্রমিকদের পরিবারের একজনকে কম্পানিতে চাকরি প্রদানের নিশ্চয়তাপত্র প্রদান শেষে টাম্পাকো ফয়লস লিমিটেডের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়।</p> <p>উল্লেখ্য, গত বছরের ১০ সেপ্টেম্বর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় কারখানাটি। </p>