<p>বর্ণাঢ্য আয়োজনে লায়ন্স ক্লাব অফ চাঁদপুরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর ক্লাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সদস্যদের অংশগ্রহণে শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পায়রা উড়িয়ে ক্লাবের উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।</p> <p>এ সময় মানবতার কল্যাণে নিজেদের আরো বেশি সম্পৃক্ত করতে তরুণ সমাজকে এই ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানান অতিথিরা।</p> <p>অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর লায়ন ক্লাবের প্রেসিডেন্ট ওয়ায়েছ মোহাম্মদ জয়, ভাইস প্রেসিডেন্ট মো. খালেদ বিন সাত্তার, সাধারণ সম্পাদক আওরঙ্গজেবসহ প্রাপ্তির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।<br />  </p>