<p>এক লাখেরও বেশি পণ্যে ৭০% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড “সারা”। ২০২৫ সালকে উপলক্ষ করে “সারা” লাইফস্টাইলের এই আয়োজনে থাকছে নির্দিষ্ট পণ্যের ওপর ২৫% থেকে ৭০% পর্যন্ত মূল্যছাড়।</p> <p>বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।</p> <p>এতে বলা হয়েছে, বরাবরের মতো সারা লাইফস্টাইল ঢাকার আটটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে সাতটিসহ সারাদেশে মোট ১৫টি আউটলেটসহ সারা’র ই-কমার্স ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও থাকছে বিশাল এ অফারে বৈচিত্র্যতা।</p> <p>বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই অফার চলাকালীন অন্যান্য সকল অফার বন্ধ থাকবে। শুধুমাত্র মূল্যহ্রাসের এই অফারে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়া এই অফার চলাকালীন ‘সারা’র ব্যতিক্রমী ব্যাগ ডিসকাউন্ট অফারটিও থাকছে না। সারার এই অফারের আওতায় থাকছে মেনজ, উইমেনস, বয়েজ, গার্লস, ইউনিসেক্স, এক্সেসরিস ও লেদার ক্যাটাগরির এক লাখের বেশি পণ্য। ২৫% থেকে ৭০% পর্যন্ত মূল্যছাড়ের এই পোশাকের আয়োজন থাকছে ছোট-বড় সকল বয়সী মানুষের জন্য।</p> <p>শীতের পোশাক কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবেশীতের পোশাক কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে-</p> <p>পুরুষদের পোশাকের মধ্যে একটিভ ওয়্যার, ব্লেজার, বোটম, ক্যাজুয়াল শার্ট, কটি, ডেনিম শার্ট, ফতুয়া, ফর্মাল শার্ট, জ্যাকেট, পাঞ্জাবি, পলো ও টি শার্টে মিলছে অফারটি। উইমেনস ক্যাটাগরিতে আকর্ষণীয় মূল্যছাড়টি মিলছে টু-পিস, থ্রি-পিস, বোটম, ক্যাপ, ক্যাজুয়াল শার্ট, ক্রপ টপ, জ্যাকেট, মডেস্ট, নাইট ওয়্যার, শাড়ি, ওড়না, পার্টি ওয়্যার, সিঙ্গেল পিস, টি শার্টসহ আরো কিছু পণ্যে।</p> <p>বয়েজ ক্যাটাগরিতে থাকছে টু পিস, বোটম, ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, জ্যাকেট, জাম্পসুট, কাবলি, কাতুয়া, পাঞ্জাবি, পলো ও টিশার্টে। আর গার্লস ক্যাটাগরির টু-পিস, থ্রি-পিস, বোটম, ফ্রক, জ্যাকেট, জাম্পসুট, ওড়না, সিঙ্গেল-পিস ও টিশার্টে পাওয়া যাচ্ছে এ সুযোগটি। অন্যদিকে লেদার ও এক্সেসরিসে লেডিস পার্টস, মানিব্যাগ ও ব্যাগেও থাকছে চোখ ধাঁধানো এ ডিসকাউন্ট। এছাড়া বাকি ইউনিসেক্স ক্যাটাগরির ডেনিম সাল ও মাস্কেও দেওয়া হচ্ছে অবিশ্বাস্য মূল্য ছাড়টি।</p> <p>উল্লেখ্য, দেশের অন্যতম পরিবেশবান্ধব পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান “স্নোটেক্স” গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ২০১৮ সালে পথ চলা শুরু করে সারা লাইফস্টাইল লিমিটেড। ইতোমধ্যে মানসম্পন্ন ও রুচিশীল পোশাক সরবরাহ করে লাখ লাখ ক্রেতাদের কাছে প্রিয় ব্যান্ডের জায়গা দখল করেছে “সারা”। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত সারার প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল সারার দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি হলো বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এ ঠিকানায়। উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউজ নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা এ ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে সারার আরেকটি আউটলেট।</p> <p>বনশ্রী ই ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে সারার ষষ্ঠ আউটলেট। ঢাকার বাইরে সারার প্রথম আউটলেট রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই। রাজধানী ঢাকার ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নম্বর, র‍্যাংকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩) রয়েছে সারার অষ্টম আউটলেট। সারার নবম আউটলেট রাজশাহীতে (বাড়ি- ৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানি বাজার, রাজশাহী-৬০০০) ও রাজধানী ঢাকার বাসাবোতে (বাড়ি- ৯৬/২, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪) রয়েছে সারার দশম আউটলেট। বগুড়ায় (হোল্ডিং নং-১১৩, ১০৯ সিটি সেন্টার, জলেশ্বরীতলা বগুড়া -৫৮০০) রয়েছে সারার একাদশতম আউটলেট।</p> <p>সিলেটে (হাউজ- ৩১ এ, কুমারপাড়া, ওয়ার্ড ১৮, ভিআইপি রোড, সদর, সিলেট- ৩১০০) চালু হয়েছে সারার আরো একটি আউটলেট। ফেনীতে (ওহাব টাওয়ার, হোল্ডিং নং- ৩১০, শহিদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ওয়ার্ড নম্বর ১৬, ফেনী শহর) কার্যক্রম শুরু হয়েছে সারার আরো একটি আউটলেটের। বরিশাল শহরে (বিবির পুকুর পাড়, ফকির কমপ্লেক্স, ১১২ সদর রোড, বরিশাল-৮২০০) রয়েছে সারার আরো একটি আউটলেট। সম্প্রতি নারায়ণগঞ্জে (টি এস এন প্লাজা ১৪৫/০৪, বঙ্গবন্ধু রোড,-নারায়ণগঞ্জ-১৪০০) চালু হয়েছে সারার আরো একটি নতুন আউটলেট। এছাড়াও খুব শিগগিরই খুলনা শহরের শিববাড়ী মোড়ে সারার আরো একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।</p> <p>আউটলেটের পাশাপাশি সারার নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডার করা পণ্য ডেলিভারি পাবেন।</p>