<p>সুপার স্টার গ্রুপ (এসএসজি) দেশের একটি স্বনামধন্য কর্পোরেট হিসেবে বিভিন্ন সি এস আর কার্যক্রমের সাথে সম্পৃক্ত। এরই অংশ হিসেবে সুপার স্টার গ্রুপ এর প্রধান কার্যালয়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় একটি স্বেচ্ছা রক্তদান কর্মসূচি পালিত হয়। </p> <p>এসএসজি-র ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ নিজে রক্তদান এর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। দিনব্যাপী সুপার স্টার গ্রুপ এর কর্মীরা রক্তদান কার্যক্রমে অংশ নেন । </p> <p>অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর মো. হারুন অর রশিদ সুপার স্টার গ্রুপ এর কর্মীদের এই মহতী কার্যক্রমে অংশ নিতে আহবান জানান এবং রক্তদানে উৎসাহিত করেন।</p> <p>রক্তদান কর্মসূচিতে উপস্তিত ছিলেন সুপার স্টার গ্রুপের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো, তোফায়েল আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।</p> <p>রক্তদান কর্মসূচিতে মো. হারুন অর রশিদ বলেন, ‘আমরা এই অনুষ্ঠানের একটা প্রচারণা প্রত্যাশা করছি যা আমাদের অনুপ্রেরণা যোগাবে, পাশাপাশি অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানকে এই ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত করবে।’</p>