<p>আজ সোমরার সাবেক গণ পরিষদের সদস্য ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ডাক্তার আখলাকুল হোসাইন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী। দিবসটি উদযাপন উপলক্ষে মরহুমের নিজ বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। </p> <p>কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার সকাল ৭টায় মোহনগঞ্জ পৌর শহরের থানা রোডস্থ মরহুমের নিজ বাসভবন “ছায়ানীড়ে” কালো পতাকা, জাতীয় পতাকা উত্তোলন ও কালো বেইজ ধারণ। </p> <p>আজ সকাল সাড়ে সাতটায় মরহুমের প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মাল্যদান করা হয়। এরপর সকাল ১১টায় শোকযাত্রা, সাড়ে ১১টায় কবর জিয়ারত ও দুপুর ১২টায় পৌর শহরের সৌখিন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা শেষে দোয়া মাহিফল ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।</p> <p>উল্লেখ্য, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশী গ্রামে জন্ম নেন ডা.আখলাকুল হোসাইন আহমেদ। ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। এ ছাড়াও একাত্তরে ভারতের মেঘালয় রাজ্যের মহেষখলা ইয়ুথ ক্যাম্পের ইনচার্জ হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন তিনি।</p>