<p>ফাল্গুনের শেষ। আবারো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি গতরাত থেকে। কনকনে  ঠাণ্ডায় গতকাল শুক্রবার দিনভর আকাশ ছিল মেঘলা। থেমে থেমে কালো মেঘের ঘনঘটা। একপর্যায়ে  মধ্যরাত থেকে শুরু হয় বৃষ্টি।</p> <p>বৃষ্টি কখনো ঝিরিঝিরি আবার কখনো গুঁড়ি গুঁড়ি। ফের কিছুক্ষণ অবিরাম চলে। তবে এর পরই ঝুম বৃষ্টি।</p> <p>শেষ পর্যন্ত বৃষ্টি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নিয়ে আসে ভোগান্তি। তুমুল বৃষ্টিতে সকাল বেলায় রাতের আঁধার, লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। একদিকে অতিবর্ষণ, অন্যদিকে গণপরিবহন সংকট- দুই মিলিয়ে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। সঙ্গে ছাতা না থাকায় ভিজতে বাধ্য হয়েছে অনেকেই। </p> <p><img alt="" src="/ckfinder/userfiles/images/a-rat-2.jpg" style="height:483px; width:800px" /><br /> ছবি : কালের কণ্ঠ। </p> <p>বৃষ্টিতে একই দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও। সঙ্গে থাকা অভিভাবকরাও নিরুপায়। শহরে সংস্কার হতে থাকা রাস্তাঘাটে বৃষ্টির পানি জমে কাদা। ভোগান্তি চরমে ওঠে পথচারীদের কাছেও।</p> <p>সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।</p>