<p>লালমনিরহাটের হাতীবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন শফিক নামে এক শিক্ষক। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। শফিক উপজেলার দক্ষিণ জাওরানী গ্রামের ৯নম্বর ওয়ার্ডের বারেক মুন্সির ছেলে। এ ছাড়া তিনি কাদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।</p> <p>জানা গেছে, শফিক তাঁর নিজ ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রতীকী লোগো সম্বলিত ছবি মানুষের পায়ের জুতায় দিয়ে পোস্ট করেন। এ ঘটনায় গত ২৯ জুলাই হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেন স্থানীয় বসিন্দা আবুল কাসেম।</p> <p>এবিষয়ে আবুল কাসেম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেছেন শফিক। তাই আমি থানায় অভিযাগ করেছি। আমি এর বিচার চাই।</p> <p>হাতীবান্ধা মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড আহবায়ক রোকোনুজ্জামান সোহেল বলেন, যারা জাতির পিতাকে নিয়ে কটূক্তি করেন তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। ওরা জাতির পিতার খুনিদের উত্তরসূরী।</p> <p>অভিযুক্ত শফিকের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যাস্ত আছেন, পরে কথা বলবেন বলে সংযোগ কেটে দেন।</p> <p>হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।</p>