<p>বিনা খরচে বিদেশ যেতে পারবেন মুক্তিযোদ্ধার সন্তানরা। মুজিববর্ষ উপলক্ষে তাদের এ সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া ১৫টি ক্যাটাগরিতে প্রতিটি উপজেলা থেকে এক হাজার দক্ষ কর্মী ১৭৩টি দেশে নেওয়া হবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। </p> <p>আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ও এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। </p> <p>এসময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলী আকবর জানান, বিদেশ যাওয়ার আগে কর্মদক্ষতার পাশাপাশি সেই দেশের ভাষা জানাটা খুবই জরুরী। এজন্য দেশের প্রতিটি জেলায় একটি করে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র আছে। কোনো বিদেশগামী কর্মী যাতে প্রতারিত না হন, সেজন্য কাজের ধরন, বেতনভাতা, চুক্তির মেয়াদ ও অন্যান্য সুযোগ সুবিধা যাচাই করে চুক্তিপত্রে স্বাক্ষর করবেন। এ ছাড়া বিমানে ওঠার আগে পাসপোর্ট, টাকা পরিশোধের রশিদ, চুক্তিপত্রের ফটোকপি পরিবারের কাছে রেখে যাবেন।</p> <p>উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসানের সভাপতিত্বে সেমিনার ও সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান প্রমুখ।</p>