<p>নিজের ব্যবহারের জন্য গাড়ি কিনতে মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া সব অর্থ দিয়ে মসজিদ বানালেন বরগুনার বেতাগী পৌরসভার মেয়র আলহাজ এ বি এম গোলাম কবির। পৌরসভা কার্যালয়ের পাশে তিনি এই মসজিদ নির্মাণ করেছেন। মেয়রের এ কাজ সমাজের সব শ্রেণির মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।</p> <p>জানা গেছে, বরগুনার  বেতাগী প্রথম শ্রেণির  পৌরসভায় পল্লী উন্নয়ন ও  স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ২০২০-২০২১ অর্থবছরে মেয়রের গাড়ি কেনার জন্য ১৫ লাখ ৫১ হাজার ১৩১ টাকা বরাদ্দ দেয়। মেয়র ওই বরাদ্দের টাকা দিয়ে গাড়ি না কিনে পৌরসভা কার্যালয়ের পশ্চিম পাশে একটি মসজিদ নির্মাণ করছেন।</p> <p>পৌরসভা অফিস থেকে জানা গেছে, পৌর মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে, আগামী এক মাসের মধ্যে এর উদ্বোধন করা হবে।</p> <p>পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক আকন্দ শফিকুল ইসলাম বলেন, 'পৌর মেয়রের এমন মহতী উদ্যোগে অভিবাদন জানাচ্ছি।'</p> <p>বেতাগী প্রেস ক্লাবের আহ্বায়ক সাইদুল ইসলাম মন্টু বলেন, 'অনেক জনপ্রতিনিধিকে দেখেছি; কিন্তু মেয়র গাড়ি কেনার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করায় তিনি সবার প্রশংসায় সিক্ত হলেন।'</p> <p>বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ এ বি এম গোলাম কবির বলেন, 'পৌর এলাকায় সড়ক প্রস্তকরণ ও পুনর্নির্মাণ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সড়কে বৈদ্যুতিক বাতি, বঙ্গবন্ধু পৌর অডিটরিয়াম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশন, আল্লাহ রাসুলের নামে দৃষ্টিনন্দন 'বন্ধু চত্বর ভাস্কর্য নির্মাণ। এ ছাড়া পৌর এলাকায় মসজিদ ও মন্দিরের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি।'</p>