<p>করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।</p> <p>বুধবার (৩০ জুন) সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।</p> <p>গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ। তিনি জানান, কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।</p> <p>এদিকে দ্রুত আরোগ্য লাভের জন্য নারায়ন চন্দ্র চন্দ এমপি'র পরিবারের পক্ষ হতে প্রার্থনা জানানো হয়েছে।</p>