<p>নোয়াখালীর বেগমগঞ্জে জাল ভোট দেওয়ার সময় এক যুবক ও এক কিশোরকে আটক করা হয়েছে। এদের মধ্যে মো. জুয়েলকে (২৫) কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক কিশোরকে মুচলেকা দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছেন আদালত।</p> <p>বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জুয়েলকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত জুয়েল উপজেলার হাজিপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মৃত আফজাল উদ্দিন বাবুর ছেলে।</p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল হাজীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কেন্দ্রে দুপুর ১২টায় জাল ভোট দিতে যায়। এ সময় উপস্থিত এজেন্টরা তাকে চ্যালেঞ্জ করে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম তাকে পাঁচ দিনের কারাদণ্ড দেন।</p> <p>নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, একই সময়ে জাল ভোট দেওয়ার অপরাধে কামরুল হাসান (১৭) নামে কিশোরকে আটক করা হয়। বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।</p>